ছিতৈষিত । To o ২ । এক বিশ্বস্তা দাসীর বিবরণ। এক ধনবতী স্ত্রীলোক আপনার দাসীকে নিত্য ২ অতিশয় শ্রমপূৰ্ব্বক বালকদের ছেড়া বস্ত্র সারিতে দেখিয়া বলিলেন, ওগো, তুমি কি জন্যে এত শ্রম করিয়া । থাক ? তাহাতে সে উত্তর করিল, আমি দেখিতে পাইতেছি, আপনকার যত টাকা অামি বঁাচাই, ততই দরিদুদের উপকার করা হয়, এই জন্যে পুরাতন বস্ত্র সারিতে পূৰ্ব্বাপেক্ষা অধিক শ্রম করিয়া থাকি। মদি আর ২ দাস দাসীরা এই রূপ বিশ্বস্ত হইত, তবে তাহাদের মনিবেরা দরিদুদের অধিক উপকার করিতে পারক হইত। ৩ । বিশপ বর্ণেট। উক্ত ধাৰ্ম্মিক লোকের নিকটে এক জন প্রতিবাসি লোক আসিয়া আপনার দুরবস্থা প্রকাশ করত কিঞ্চিৎ উপকার প্রার্থনা করিল। তাহাতে তিনি জিজ্ঞাস করিলেন, কত টাকা পাইলে তুমি পুনৰ্ব্বার দোকান করিতে পার ? পরে সে টাকার স°থ্য বলিলে বিশপ সাহেব আপন গৃহাধ্যক্ষকে আহ্বান করিয়া তত টাকা দিতে আজ্ঞা করিলেন। তাহাতে সে বলিল, তাহ দিলে ঘরে আর কিছু টাকা থাকিবে না। পরে বিশপ সাহেব বলিলেন, সে যাহা হউক, তুমি এই ব্যক্তিকে সেই টাকা দেও ! দুঃখিত লোকের মন প্রফুল্ল করা কেমন আহলাদজনক কৰ্ম্ম তাহা তুমি জান না ।
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।