পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఎ* পবিত্র আত্মার ফল । ৪ । জন ফুেচর । উক্ত ব্যক্তি অতি প্রসিদ্ধ ধৰ্ম্মপ্রচারক ছিলেন। এক বার তিনি কোন ২ বন্ধুর নিমন্ত্রণানুসারে আপন পত্নীর সহিত দক্লিন নগরে যাষ্টয় দুই এক মাস পর্য্যন্ত অনেক পরিশ্রম পূৰ্ব্বক সুসমাচার প্রচার করিলেন । পরে স্বস্থানে ফিরিয়া যাইবার সময় উপস্থিত হইলে তত্রস্থ কোন ২ লোক র্তাহার ভারি শ্রম প্রযুক্ত র্তাহাকে পুরস্কাররূপে টাকাতে পরিপূর্ণ একটি থলি-দিতে চাহিলেন, এব^ তিনি অস্বীকৃত হইলে তাহার বন্ধুর তাহা লক্টতে র্তাহাকে অধিক সাপ্যসাধনা করিলেন । তাহাতে তিনি শেষে ঐ থলি লষ্টয়া পলিলেন, তোমরা BB BBBBB BBBB BBB BBB BBBSS BBB BBS কি নিতান্ত আমার ? ইহা অামি আপন ইচ্ছানুসারে ব্যয় করিতে পারি কি না? তাহাতে র্তাহারা বলিলেন, ছ, অবশ্য পার। ইহা শুনিয়া তিনি উর্দ্ধ দৃষ্টি করিয়া কহিলেন, ঈশ্বরের ধন্যবাদ হউক, এ তাহার দয়ার এক চিহ্ন ! আমি শুনিয়াছি, তোমাদের মধ্যে দুঃথি লোকের উপকারার্থে চণদাদ্বারা যে টাকা সঞ্চয় করা যায, তাহ ফুরাইয়া গিয়াছে। এই টাকা লও, ঈশ্বর তোমাদিগের নিমিত্তে ও তোমাদের দ্বারা ইহা যোগাইয়াছেন ; তোমাদের মধ্যে যাহার দরিদ্র, তাহাদিগকে ইহা বিতরণ কর । ঈশ্বরের ধন্যবাদ হউক । আর আমি কৃতজ্ঞতা পূৰ্ব্বক তোমাদিগের প্রেম স্বীকার করিয়া বিদায় হই ।