পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছিতৈষিত । ఎలి ৫ । জৰ্ম্মাণি দেশীয় এক জন খ্ৰীষ্টিয়ান ব্যক্তির বিষয় । নুনাসিক এক শত বৎর হইল, জৰ্ম্মাণি দেশে যুদ্ধের সময়ে এক জন সেনাপতি অশ্বদের নিমিন্তে কিছু শস্য কাটিতে প্রেরিত হইয়া আপনার অধীন আশ্বারোহি সৈন্যদলের সহিত নিরূপিত স্থানে গিয়াছিলেন । সে স্থান দুই পৰ্ব্বতের মধ্যবৰ্ত্তি নিম্নভূমি ; তন্মধ্যে বন ব্যতিরেকে প্রায় কিছু দেখা গেল না, তথাপি সেই নিম্নভূমির মধ্যস্থলে একথানি ছোট ঘর ছিল । সেনাপতি তৎসমীপে গিয়া দ্বারে আঘাত করিলে পকৃ দাড়ি বিশিষ্ট এক জন বুদ্ধ বাহিরে অগষ্টলেন । সেনাপাত তাহাকে বলিলেন, হে বাপ, আমরা শস্য কাটিতে আঠলাম, তুমি অনুগ্রহ করিয়া আমাকে একটি শস্যক্ষেত্র দেখাষ্টয়া দেও। তাহাতে ঐ বৃদ্ধ সম্মত হইয়া তাহাদের অগ্ৰে ২ গমন করত তাহাদিগকে ঐ নিম্নভূমির বাহিরে লষ্টয়া গেলেন । অৰ্দ্ধ ক্রোশ গেলে পর উক্ত সেনাপতি অতি সুন্দর যবের ক্ষেত্র দেখিয়া বলিলেন, হে বাপ, এই অামাদের পক্ষে উত্তম স্থান। পথ দশক উত্তর করিলেন, আপনি আর কিঞ্চিৎ ধৈর্য্য হউন, তাহাতে আপনকার মনোবাঞ্চ পূর্ণ হইবে । পরে তাহার। আর এক দণ্ড অগ্রসর হইয়। অন্য যবের ক্ষেত্রে পৌছিলে সৈন্যগণ আশ্ব হঠতে নামিয়া যৰ কাটিয়া অাটি বাধিয়া অশ্বের উপরে চাপাঠয়া পুনব্বার অশ্বারোহণ করিলেন । পুস্থান কালে ঐ সেনা