পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S) 8 পবিত্র আত্মার ফল । পতি বৃদ্ধকে বলিলেন, হে বাপ, তুমি আপনাকে ও অামাদিগকে নিরর্থক ক্লেশ দিলা ; এই ক্ষেত্র অপেক্ষা প্রথম ক্ষেত্র উত্তম ছিল । তাহাতে বৃদ্ধ উত্তর করিলেন, ইহা সত্য বটে, কিন্তু সেই ক্ষেত্র অামার নহে । শু । আমেরিকা দেশীয় এক স্ত্রীর বিবরণ । ঐযুক্ত রাজস সাহেব এই কথা বলেন, এক দিন আমি কোন চাদার উপলক্ষ্যে এক জন বন্ধুর সহিত একটি গুণবতী বিধবাকে দেখিতে গিয়াছিলাম ; অল্প দিন পূৰ্ব্বে র্তাহার এক সমুশীলা প্রিয় কন্যা মরিয়াছিল। আর সেই বিধবার ধনাভাব প্রযুক্ত আমরা তাই হইতে অল্প অর্থ পাষ্টব, এমত অপেক্ষা করিতেছিলাম, তথাপি পাছে অবহেলাদ্বারা তাহার মনে দুঃ2 জন্মে, এই জন্যে র্তাহার নিকটে গিয়াছিলাম। পরে আমাদের অভিপ্রায় ব্যক্ত করিলে তিনি স্থিরচিন্তে আমাদের আশার অতিরিক্ত অধিক অর্থ দিলেন ; এবণ আমরা এত টাকা গ্রহণ করিতে অনিচ্ছুক হললে তিনি কহিলেন, তোমরা ইহা গ্রহণ করিতে সন্দেহ করিও না, কারণ অামি কন্যার যৌতুকরূপে ইহা সঞ্চয় করিয়াছিলাম। এখন যিনি অামার কন্যাকে লইয়াছেন, এই যৌতুকও তাহার হইবে । ৭। শ্ৰীযুক্ত মাথিউ হেনরি। উক্ত লি দ্বান লোক আপনাকে ও অন্যান্য লোকদিগকে হিতৈষী হওনার্থে প্রবৃত্তি দিতে অতি যত্নবান ছিলেন। তিনি বলিতেন, আমরা যে মুদ্র সঞ্চয় করি,