পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিতৈষিত । ఏ(t তাহা হারাণ হয় । যাহা দান করা উচিত, তাহা না দেওয়া কেমন ? ক্ষেত্রে যে বীজ রোপণ করিতে হয়, সেই বীজ ঘরে সঞ্চয় করিয়া রাখিবার ন্যায়, অর্থাৎ অতি মুখের কৰ্ম্ম। তিনি অবকাশমতে লোভের দোষ প্রকাশ করিতেন, এবণ ভূমিষ্ঠ হইবামাত্র সাম্পসারিক বিষয় আমাদের হৃদগত হয়, এই কথা কহিয়া ব্যক্তিদিগকে সাণ\সারিক বিষয়ের লোভহক্টতে সাবধান থাকিতে চেতনা দিতেন । অার অামাদিগের যাহা অাছে, তাহাতে আমরা সন্তুষ্ট অাছি, এই কথা বলিয়) যাহার। আপনাদিগকে নিলোভ ললিত, তাহাদিগকে তিনি কহিতেন, সুসমাচারে যে নিবোধ সনি লোকের বৃত্তান্ত লিখিত আছে, সেও আপন বৰ্ত্তমান অবস্থাতে সন্তুষ্ট ছিল, তথাপি লোভী ছিল। ঈশ্বর যেমন সূর্য্যের কিরণ ও বৃষ্টি বর্ষণদ্বারা ভদ্র কি দুষ্ট ও ধাৰ্ম্মিক কি অধাৰ্ম্মিক সকলের প্রতি হিতৈমিত প্রকাশ করেন, তেমনি উক্ত সাহে লও কথন ২ দুষ্ট লোকের প্রতি হিতৈষিত প্রকাশ করিতেন। এক দিন তিনি আপনার কোন দরিদ্র বন্ধুর দুষ্ট পুত্ৰকে সৈন্য কৰ্ম্মহইতে মুক্ত করণার্থে অনেক মুদ্রা বিনা বৃদ্ধিতে কজ্জ দিলেন। পরে কেহ ২ তাহাতে আশ্চর্যত জ্ঞান করিলে তিনি কহিলেন, সে যুলক এমত দয়ার পাত্র নয় ; কিন্তু ঈশ্বর যদি দুরাত্মাদিগকেও দূর না করেন, তবে আমি কি নিমিত্তে আপন দয়া রুদ্ধ করিব ?