পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইিতৈষিত । ఫె না কিনিয়া উক্ত বাক্লে রাথিতে লাগিল। পরে আমি বৎসরান্তে ঐ বাক্ল খুলিয়া পয়সা গণিয়া বেচিলে এই মোহর পাইলাম। আমি পূৰ্ব্বে বুঝিয়াছিলাম, যে তামাকু না থাইলে বাচিব না, কিন্তু এই ক্ষণে দেখি, যে যদবধি আমি তামাকু ত্যাগ করিয়াছি, তদবধি আরো স্বচ্ছন্দে ও সুখে কালযাপন করিতেছি। ৯। স্কটলণ্ডের পর্বতীয় লোকের বিবরণ। ঐযুক্ত লি রিচমণ্ড সাহেব যখন উক্ত পৰ্ব্বতীয় লোকদের দেশে গমন করলেন, তখন প্রীতিযুক্ত ব্যবহারদ্বারা সকলের প্রণয় জন্মাঠলেন । বিশেষতঃ ইয়োনা উপদ্বীপস্থ পাঠশালায় গিয়া তত্রস্থ বালকগণের সহিত পুনঃ ২ এমত মৃদু আলাপ করতেন, যে তাহারণ র্তা হাকে অতিশয় প্রেম করতে লাগিল । পরে এক দিন তিনি উপদেশ করণ সময়ে যিহৃদয় লোকদের বর্ণনা করিয়া তাহাদের নিকটে সুসমাচার পাঠাইবার নিমিত্তে কিছু দান পাইবার ইচ্ছা প্রকাশ করিলে বালকেরণ সকলে বলিল, আমরা কিছু ২ দিব। ইহাতে সভাস্থ লোকদের মধ্যে দুষ্ট এক জন অজ্ঞানের বাক্য বোধ করিয়া চুপ ২ বলিলে অন্যান্য লোকেরা কহিল, বালকদের ইচ্ছামত হউক । তদনুসারে বালকের পর স্লর সঞ্চয় করিয়া বিPNশতি টাকা দিল । তিনি স্বদেশে প্রস্থান করণের আগে অার বার ঐ পাঠশালার বালকদের সহিত সাক্ষাৎ করিতে গিয়া একত্রীকৃত দুই শত বালককে উপদেশ দিলেন। ঐ উপ K