পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:) hr পবিত্র আত্মার ফল । দেশ সমাপ্ত হইলে পর শিক্ষক বলিলেন, তোমাদের মধ্যে যত বালক এই উপকারকের দয়া স্বীকার করিতে মামস করে, তাহারা সকলে দণ্ডায়মান হইয়া উৰ্দ্ধহস্ত হউক । ইহাতে সকলে উৰ্দ্ধহস্ত হইলে শিক্ষক জিজ্ঞাসিলেন, এ কি তোমাদের অন্তঃকরণের ভাৱ ? তাহাতে সকলে অবিলম্বে এক হস্ত হৃদয়ে রাথিয় উৰ্দ্ধহস্ত হইল | রিচমণ্ড সাহেব তাহাদিগকে এই রূপ দণ্ডায়মান দেখিয়া আশীৰ্ব্বাদ করিতে ২ চলিয়া গেলেন । ইয়োন উপদ্বীপের নিকটে ফিঙ্গালের গুহা নামে অতি আশ্চর্য্য একটি গুহা আছে। তাহার দুই পাশ্ব স্বয়^জাত স্তম্ভশ্রেণীতে ভূষিত, এব^ উচ্চতা প্রযুক্ত অতি প্রকাণ্ড গীর্জাগরের অন্তর্ভাগের ন্যায় দেখায় ; কিন্তু তাহার মেৰিয়। সমুদ্রের এক খাল। উক্ত রিচুমণ্ড সাহেব সেই অদ্ভূত গুহা দেখিবার বাস্থাতে কোন নিৰ্ব্বাত দিনে দুই জন নাবিক বিশিষ্ট এক নৌকা ভাড়া করিয়া তথায় গমন করিলেন। পরে তাহার দর্শনে তৃপ্ত হইয়া যথন প্রত্যাগমন করিলেন, তখন ঐ দুষ্ট নাবিককে নৌকার ভাড়া ও তাহাদের বেতন দিতে চাহিলে তাহার। কিছুই গ্রহণ করিতে অসম্মত হইল ; এব^ তিনি অনেক সাধ্যসাধনা করিলে তাহার নেত্রজলাভিষিক্ত বদনে কহিল, না ! আপনি প্রেমপ্রযুক্ত আমাদের দেশে আইলেন, আর আমরাও প্রেমপ্রযুক্ত আপনাকে ঐ গুহা দেখাইলাম ।