পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fইতৈষিত । ఏప ১০। এক জন যুবতী খ্ৰীষ্টিয়ানীর বিবরণ। আমার অর্থ নাক্ট, অতএব পরের হিত করা অামার অসাধ্য, তোমাদের মধ্যে কে এমন কথা কহিতে পারে ? তোমাদের শারীরিক সুস্থতা ও বল তোমাদের অর্থস্বরূপ। পূৰ্ব্ব কালে আয়ুব নামক ধাৰ্ম্মিক ব্যক্তি বিপদের সময়ে এই রূপ সাম্বন প্রাপ্ত হইয়াছিলেন ; যথা, : আমার সল্পত্তিকালে অামি অন্ধের চক্ষুস্বরূপ ও গঞ্জের চরণস্বরূপ ছিলাম। আর বধির ব্যক্তির কর্ণস্বরূপ হওয়া কি রূপ তাহ পশ্চাল্লিখিত বিবরণে প্রকাশ পায় । একটি বধির স্ত্রী কোন গৃষ্টিয়ান মণ্ডলীতে গ্রাহ্য হইবার নিমিত্তে যখন ধৰ্ম্ম বিষয়ে আপন চেন্টার উৎপত্তি ও বৃদ্ধির বিবরণ প্রকাশ করিলেন, তখন কহিলেন, মণ্ডলীর অধ্যক্ষের এক বিশেষ উপদেশদ্বারা অামার চেতনা ও পারমার্থিক মঙ্গল জন্মিয়াছে। অামি নধিরতা প্রযুক্ত কোন উপদেশ শুনিতে পাই না, কিন্তু আমার পরিচিত একটি ধাৰ্ম্মিক যুবতী প্রতি রবিবার উপদেশ শ্রবণ সময়ে তাহার সারাণ\শ লিথিয়া আমাকে ঘরে পাঠ করিতে দেন, তাহাতে সেই উপদেশদ্বারা অামার ধৰ্ম্মসম্বন্ধীয় বিলক্ষণ জ্ঞান হইল । তদবধি ঐ বধির স্ত্রী শ্রবণ করিতে না পারিলেও যাবজ্জীবন ঈশ্বরের মন্দিরে যাতীয়া আশীৰ্ব্বাদ প্রাপ্ত হইতেন, পরে শান্তি পূৰ্ব্বক প্রাণত্যাগ করিলেন । এই বিবরণ পাঠ করিয়া তদনুরূপ ৰুমু করিলে যুব ব্যক্তির উপদেশকের কৰ্ম্ম দ্বিগুণ রূপে সফল করিতে পারে, তাহা করিলে সভাস্থ লোকদের মঙ্গল হইবার বিলক্ষণ সম্ভাবনা হয় । к 2