হিতৈষিতা। * * > দিগকে উক্ত ক্ষুদ্র ২ পুস্তক বিতরণ করিলে তাহারা সমু বিষয়ে অধিক বিবেচনা করিতে লাগিল । আর তৎস্থানে কোন গীর্জা ঘর না থাকাতে তাহারা রবিবারে স্ব ২ গৃহে থাকিত । অতএব সেই স্ত্রী তাহাদের মধ্যে কোন লোকের বাটীতে গিয় তাহার দুই তিন জন প্রতিবাসিকে ডাকিয় তাহাদের সাক্ষাতে আপনার কোন পুস্তক বাহির করিয়া পাঠ করিত। তাহার এই রূপ পরিশ্রমদ্বারা অনেক লোকের ধৰ্ম্ম বিষয়ে চেষ্টা জন্মিল । আর যে কোন লোক তদ্রুপ কৰ্ম্ম করে, তাহারও পরিশ্রম সফল হইবে । ইহার মধ্যে আশ্চর্য্য বিষয় এই যে সেই স্ত্রী পূৰ্ব্বে পাঠ করিতে জনিত না ; তাহার দুই তিন সন্তানের জন্ম হইলে পরে সে পাঠ করতে শিথিয়াছিল । ১২। প্রযুক্ত জন এলিয়াট । এই ব্যক্তি মরণ দিনেও এক জন বালককে শয্যার নিকটে ডাকিয়া বর্ণমালা শিথাইয়াছিলেন ; তখন তাহার অশীতি বৎসর বয়ঃক্রম হইয়াছিল। অতএব তাহার এক জন বন্ধু বলিলেন, মহাশয়, আপনি এখনও বিশ্রাম করেন না কেন ? ইহাতে তিনি উত্তর করিলেন, ঈশ্বর যাহাতে আমাকে কৰ্ম্মক্ষম রাখেন, ইহা তাহার কাছে প্রার্থনা করিয়াছি। সম্রতি আমি ঘোষণা করিতে আর পারি না, তথাপি বর্ণমালা শিথাইতে পারি। অতএব আমার প্রার্থনা সফল হইল । к З
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।