পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

?●教 পবিত্ৰ আত্মিার ফল । ১৩। এক জন মনঃপরিবর্তন প্রাপ্ত যিহুদি লোকের বিবরণ । এই ব্যক্তি যে সভার চেষ্টাতে খ্ৰীষ্টধৰ্ম্মবিষয়ক জ্ঞান প্রাপ্ত হইয়াছিলেন, সেই সভার বৃদ্ধির নিমিত্তে অতিশয় উদযোগী হওয়াতে এক দিন তাহার পক্ষে বক্তৃত। করিতেছিলেন, এমন সময়ে এক জন তুচ্ছতাচ্ছিল্য করিয়া কহিল, তোমার এত উদযোগ করিবার কোন প্রয়োজন নাক্ট , কারণ বোধ হয় সেই সভ্যদ্বারা এক শত ব্যক্তিরও মনঃপরিবর্ত্তন হইবে না । ইহাতে তিনি উত্তর করিলেন, এমন হউক। আপনি অস্কবিদ্যার পারদশী, অতএব পশ্চাল্লিখিত ধারানুসারে এক শত অমর আত্মার মূল্য গণনা করুন ; যথা, তুমি কি অমর আত্মার মূল্য জানিতে চাহ ? নিশীথে গগণমণ্ডল অবলোকন করিয়া নক্ষত্রগণের স°Nথ্য গণনা কর ; তাহার মধ্যে প্রত্যেক নক্ষত্র এই পৃথিবী অপেক্ষা কত বৃহৎ ! ভাল, ঐ সকল নক্ষত্র দ্বিগুণ করিয়া ওজন করিলে এক অমর আত্মা অপেক্ষা লঘুতর হইবে, সন্দেহ নাই। ১৪ । তৃতীয় জর্জ নামক ইলেণ্ডীয় রাজার কথা । উক্ত মহারাজ অজ্ঞাতসারে সামান্য লোকদের সহিত কথোপকথন করিতে ভাল বাসিতেন। বিশেষতঃ উইনসর নামক রাজপুরীর নিকটে বাসকারি লোকদের মধ্যে অনেকের সহিত তিনি আলাপ করিতেন, ইহার অনেক প্রমাণ