У ob- পবিত্র আত্মার ফল। বিষয় প্রাপ্ত যে ব্যক্তি আপন ভুাতাকে দীন হীন দেথিয় তাহার প্রতি আপনার দয়া রোধ করে, সেই ব্যক্তির অন্তরে ঈশ্বরের প্রেম কি প্রকারে থাকিতে পারে?” ১ যে ৩ : ১৭ । এবণ সিন্দুকের নীচে ধৰ্ম্মপুস্তকের এই বচন লিথিত ছিল ; যথা, “প্রত্যেক জন আপন ২ মনের নিৰূপণানুসারে দান করুক, কাতর হইয়। কিম্বা ভয় করিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভাল বাসেন।” ২ ক ৯ ; ৭ । প্রায় তিন মাস পর্য্যন্ত সেই সিন্দুক খালি থাকিল। পরে এক দিন কোন মান্য স্ত্রীলোক তাহাকে দেখিতে অগসিয়া বিদায় হওন কালে তন্মধ্যে কিছু অর্থ ফেলিলেন । ফুস্কে সাহেব যখন সিন্দুক গুলিলেন, তখন কেবল ক একটি তামমুদ্র। দেখিবার অপেক্ষা করিলেন, কিন্তু সাড়ে চারি ডালর পাইয়ণ আতি তাশ্চর্ম্য জ্ঞান করিলেন । জমুর্গণি দেশীয় ডালর নামক মুদ্র প্রায় দেড় টাকার তুল্য। এত অর্থের দর্শনে ফুস্কে সাহেব কহিলেন, এত টাকাতে কোন মহৎ কৰ্ম্ম আরম্ভ করা উচিত, অতএব আমি ইহাতে দরিদু বালকদের জন্যে একটি পাঠশালা স্থাপন করিব । এই প্রতিজ্ঞানুসারে তিনি এক ডালরেতে বর্ণমালা প্রভৃতি পুস্তক ক্রয় করিলেন, পরে বিদ্যালয়ের এক জন নিধন ছাত্রকে প্রতি সপ্তাহে ছয় আনা বেতন দিতে স্বীকার করিয়া প্রতি দিন দুই ঘণ্টা পৰ্য্যন্ত শিক্ষা দেওনে নিযুক্ত করিলেন, এব°N আপনার পুস্তকালয়ে পাঠশালা করিলেন। তাহাতে প্রথমে অতি দরিদ্র কএক জন বালক শিক্ষা পাইতে অাইল, পরে অন্য কোন ২ বালকের পিতা
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।