পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'Ᏹ Ꮌ br পবিত্র আত্মার ফল । লোক সেই দেশেও অাপন ২ ক্রীত ** রাথিত । এমন হইলে যখন কেহ দাসের পক্ষ হঠয়া বিচারস্থানে নালিশ করিত, তখন কৰ্ত্তার প্রতি দণ্ডাজ্ঞা হইত। এই প্রকারে কোন ২ মোকদম হইলে পরে ও ক্রীতদাসদের প্রতি কোন ই কৰ্ত্তার ঘৃণাৰ্ছ ক্রুরতার প্রমাণ সৰ্ব্বসাধারণের সাক্ষাতে প্রকাশ পাইলে পরে ১৭৮৫ শালে কেমব্রিজ নামক প্রসিদ্ধ মহাবিদ্যালয়ের কত্তারণ বার্ষিক নিয়মানুসারে ছাত্রদের উদযোগ বৰ্দ্ধনার্থে একটি প্রশ্ন বিজ্ঞাপন করিলেন । ছাত্রদের মধ্যে যে কেহ সেই প্রশ্নের উত্তম উত্তর লিখিলে, সে সম্মানসূচক পারিভোসিকরূপে একটি স্বর্ণমৃদু। পাইবে, এই নিয়ম দীর্ঘ কালানধি স্থির ছিল । সেই বৎসরে এঈ প্রশ্ন বিজ্ঞাপিত হইয় ছিল ; যথা, যে মনুষ্য দাস হঠতে অসম্মত, তাহাকে দাস করা কিম্বা দাসত্বে রাখা কি বিহিত ? ছাত্রদের মধ্যে তামস ক্লাকসন নামক এক সুসা পূৰ্ব্ব সৎসরে সেই প্রকার স্বর্ণমৃদু। পাইয়াছিলেন, অতএব এই বৎসরেও তাহ পাইবার আাকাডুী হইয় ঐ প্রশ্নসম্বন্ধীয় কোন ২ পুস্তকের অন্বেষণ করিতে লণ্ডন নগরে গিয়া গিনি দেশের বুন্তান্ত নামক একটি গ্রন্থ পাইলেন । উক্ত গিনি দেশ অাফুিকা মহাদ্বীপের পশ্চিম ভাগের এক অঞ্চল । ষ্ট৭লণ্ড প্রভৃতি নানা ইউরাপীয় রাজ্যের জাহাজ সেই স্থানে দাস ক্রয় করিলার নিমিত্তে মাষ্ট্ৰত ; কেননা তথাকার জাতিদের অধ্যক্ষগণ যুদ্ধেতে কিম্বা বলেতে কিম্বা ছলেতে অনেক ২ লোককে ধরিয়া সমুদ্রতীরে আনাইয়। ইউরাপীয় বণিকৃদের নিকটে বিক্রয় করিত। পরে