为文、8 পবিত্র আত্মার ফল। প্রার্থনা কর। পরে আমার মৃত্যু হঠলে আমার উপদেশকের পাশ্বে আমার কবর দিও, কেননা আমি পুনরুথানের দিনে তাহার সঙ্গে স্বগে যাক্টতে চাই । ৪ । এক জন খ্ৰীষ্টিয়ান স্ত্রীলোকের কথা । আণফুিকা দেশের দক্ষিণ আ৭শে হটেণ্টট ও কাফর প্রভৃতি নানা অসভ্য জাতির নিকটে সুসমাচার প্রচার করিতে অনেক মিশনরি সাহেব গিয়াছেন । র্তাহাদের মপ্যে এক জন স্থানে ২ ভূমণকালে এক দিন সন্ধ্যাতে অরেঞ্জ নদীর তীরস্থিত কোন গ্রামে উপস্থিত হইয়। গ্রামের কোন ঘরে রাত্রি যাপনের অনুমতি পাইবার আশাতে গ্রামের মধ্যে প্রবেশ করলেন ; কেননা তাহার খাদ্য ও পেয় দুৰ্য সকল রাষ্টয়া গিয়াছিল, এসA সেই দেশে অনেক ২ সিংহ থাকে, তাহারণ রাত্রিকালে জল পানার্থে নদীর নিকটে যায়, অতএব সেই স্থানে তাস্থতে রাত্রি যাপন করা কিম্বা সন্ধ্যার পরে নদীহটতে জল আন আশঙ্কার কৰ্ম্ম । কিন্তু সেই গ্রামনিবাসি তাবৎ লোক দেবপূজক, এই জন্যে র্তাহাকে গ্রাহ করিতে অস্বীকার করিয়া গ্রামহইতে দূরে যাক্টতে আজ্ঞা করিল, এন৭ তিনি জল চাহিলে তাহাও দিতে কিম্বা কিঞ্চিৎ দুগ্ধ বিক্রয় করিতে নিতান্ত অসম্মত হঠল । অতএব তিনি ও তাহার সঙ্গি দাস গ্রামের ও নদীর নিকটে উপস্থিত হইলেও ক্ষুধাৰ্ত্ত ও তৃষ্ণাতুর থাকিয়া রাত্রি মাপনের অপেক্ষাতে ছিলেন ; এব^ গ্রামের লোকের পাছে রাত্রিকালে আসিয়া তাহাদের কোন হি৭সা করে, এমত আশঙ্কাতেও
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।