পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পবিত্র আত্মার ফল। " ১ অধ্যায় । খ্রীষ্টেতে বিশ্বাস। ' ১ । এক নাবিকের বিবরণ। কতক বৎসর হইল স্তুয়ার্ট নামে এক সাহেৰ অামেরিক দেশীয় কোন যুদ্ধজাহাজের পৌরহিত্য পদে নিযুক্ত হইয়া সেই জাহাজে পাসিফিক মহাসাগরে স্থিত অনেক উপদ্বীপে বিশেষতঃ সাঙুইচ নামক উপদ্বীপসমূহে গমন করিলেন। সেই জলযাত্রার বৃত্তান্ত তিনি যে পুস্তকে লিথিয়াছেন, তন্মধ্যে তিনি কহেন যে আমেরিকাহইতে যাত্রা করণানন্তর দীর্ঘ সমুদ্রপথে গমন করণ সময়ে তিনি নাবিকদিগকে ধৰ্ম্মশিক্ষণ দেওয়া আপনার কৰ্ত্তব্য জ্ঞান করিলেন, এব^ সেই শ্রম যে নিম্নল নহে ইহার প্রমাণও পাইলেন । এক জন নাবিক শিক্ষা প্লাইয়। পরিত্রাণের বিষয়ে খুঁষ্টের উপরে নির্ভর করিতে প্রবৃত্ত হইল। কিছু দিন পরে খেদাম্বিত ও পরিত্রাণের অাকাঞ্জি আর এক নাবিকের সহিত সাক্ষাৎ হইলে তাহাকে কছিল, পূৰ্ব্বে আমিও এই অবস্থাতে ছিলাম, বিশ্বাস কি, এব৯ কোথায় পাওয়া যায়, তাহার কিছুই জাত ছিলাম না। কিন্তু সন্ত্রডি তাছা জানি, এব^ ৰোধ, -