পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> Ab" পবিত্র আত্মার ফল । হার অল্প বৎসর পরে তাহার দুর্ঘটনা উপস্থিত হইলে । র্তাহার সঞ্চিত ধনের অধিকা^শ নষ্ট হইল, তাহাতে তিনি এক প্রকার দুর্গত হইলেন। তখন তাহার বন্ধু এক দিবস তাহার সহিত সাক্ষাৎ করিয়া বলিলেন, তোমার ধনহীনতা কি তোমাকে অতিশয় দুঃথিত করে না? ইহাতে তিনি কিছু কাল নীরব থাকিয়া উত্তর করিলেন, অামার এমত বোধ হয় না, কেননা এখন পরমেশ্বরেতে সকল সস্তু ভোগ করি । ই ! এক জন ক্লিষ্ট হাপসির বিবরণ ! রাবট নামক এক জন হাপসি ক্ষুর রস পাক করিত ; তাহাতে বোধ হয় এক দিন কৰ্ম্ম করিলার সময়ে এক ফোটা তপ্ত রস তাহার হস্তে পড়িল । ঘাহা হউক, সে তদবধি অনেক বৎসর পর্য্যন্ত অত্যন্ত ক্লেশ পাইল, কেননা সেক্ট স্থানে মত কম্মিয় ক্রমশঃ বৃদ্ধি পাইলে অঙ্গুলি সকল গলিয়া পড়িল। পরে ক্রমে ২ এ ব্যাধি মস্তকে উঠিলে তাহার চক্ষুদ্বয় ও মাথার গুলির কোন ২ খণ্ড খসিযা পড়িতে লাগিল । এব° উক্ত পীড়; প্রযুক্ত তাহার পাও গলিয়া পড়িল । এমত ভয়ানক অৰস্থায় সে ধৈর্য্য হঠয়া বলিত, যেখানে মৃত্যু ও দুঃখ ও যাতনা নাই, এমত স্থানে যাইতে আমার ভরস আছে। যে উপদেশক তাহাকে দেথিতে যাইতেন, তিনি বলেন, যখন শেষ বার তাহার ঘরে গেলাম, তথন দুগন্ধ প্রযুক্ত তাহার নিকটস্থ হইতে না পারাতে দ্বারের মধ্যে থাকিয় তাহার সঙ্গে কথা কহিলাম ও