পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ○* পবিত্র আত্মার ফল । না ? তাহাতে সে বলিল, আমাদের স্ত্রীলোক ও বালকগণ মরিবার ভয় করে না । এই কথা শ্রবণে ওএসলি সাহেব চমৎকৃত হতীয় তাহাদের সহিত আরো অনেক বার আলাপ করিলেন । ৫ । এক তড়িত৷ স্ত্রীর বিবরণ। গুটিয়ান মণ্ডলী সংস্থাপনের কিছু কাল পরে একটি স্ত্রী গ্ৰীষ্টধৰ্ম্মাবলম্বন প্রযুক্ত দেনপূজক দেশাধীক্ষের আজ্ঞানুসারে প্রাণদণ্ডে দণ্ডিত হইয় ছিলেন। তিনি পূণগৰ্ত্ত থাকাতে মৃত্যুর পূদ্ৰদিনে প্রসববেদনাগ্রস্ত হইয়া চীৎকার করিতে লাগিলেন ; তাহাতে কারার ক্ষক তাহাকে পরিহাস করিয়া বলিল, আজি তুষ্ট যদি এমন চীৎকার করিস, তবে কাল কেমন করিয়া প্রাণদণ্ড সহ করিবি ? তাহাতে তিনি উত্তর করিলেন, আদ্য আমি সাধারণ দুঃখ পাইতেছি, এই জন্যে পরমেশ্বর অামার কেবল সাধারণ সাহায্য করিতেছেন ; কিন্তু কল্য অসাধারণ দুঃখ ভোগ করিতে স্থইন্ধে এই জন্যে অসাধারণ সাহায্য পাটনার আপেক্ষাতে আছি। আর র্তাহার প্রত্যাশা পূর্ণ হইল, অর্থাৎ সময়ানুসারে তোমার শক্তি হইবে, এই শাস্ত্রীয় বচন র্তাহার পক্ষে সফল হইল । শু ) যোনাথন । ই^লগু দেশস্থ ইয়র্ক জেলার একটি ক্ষুদ্র গ্রামে যোনাথন নামক এক জন সরল ধাৰ্ম্মিক কৃষক লোক বাস করিত। সে নির্ধন এবপ পীড়াপ্রযুক্ত দুর্বল হইয়াছিল, তথাপি