পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরেতে নির্ভর । > ○○。 দ্বিতীয়তঃ । প্রার্থনার গুণ ও সফলতার প্রতি মনোযোগ করা আমাদের উচিত । ধৰ্ম্মপুস্তকে প্রার্থনার আশ্চর্ম্য গুণ বর্ণিত হইয়াছে, এব^ প্রাথন করণে অামাদের আশ্বাসজনক অনেক কথা লিখিত অাছে । যেমন নিশ্বাস প্রশ্বাস ব্যতিরেকে প্রাণধারণ হয় না, তেমনি श्रोशमी शjउिrअटक मड7 ५प्रा रुझेzउ °ीटज़ नः । তৃতীয়তঃ। পরমেশ্বর আমাদের প্রতি কৃপা প্রকাশ করিলে তাহার ধন্যবাদ করা অামাদের কৰ্ত্তব্য । এ বিষয়ে অমনোযোগী হওয়াতে অনেক লোক আপনাদের ক্ষতি আপনার জন্মায় । উক্ত ধাৰ্ম্মিক ব্যক্তির বিষয়ে অার একটি কথা লিখি। তাহার এক জন ধনবান জ্ঞাতি তিন চারি ক্রোশ দূরে বাস করিতেন ; ঘোনাথন কথন ২ তাহাকে দেখিতে যাহত। এক দিন কোন ধৰ্ম্মসভার উপলক্ষে ঐ স্থানে গমন হওয়াতে ঐ ধৰ্ম্মলভা সমাপ্ত হইলে পরে সে উক্ত ধনবান জ্ঞাতির সহিত সাক্ষাৎ করিতে তাহার বাটীতে গেলে তাহাকে তথায় ভোজন করিতে হইল । ভোজন কালে নিমন্ত্রিত ব্যক্তিরণ ধৰ্ম্মের বিষয়ে মোনাথনকে পরিহাস করিল | শেষ ভোজনে মদ্যপানের ব্যবহার থাকাতে ঐ নিমন্ত্ৰিত ব্যক্তির মোনাথনকে মক্ত করণের অাশায় মদ্য পান করিতে উত্তেজনা করিল। তাহাতে সে তাহাদের অভিপ্রায় বুঝিয়া এক প্রকার কৌতুক ভাবে কহিল, যদি মদ্য পান না করিলে নয়, তবে এ বার অামি পশুর ন}ায় পান করিব । পরে সে আপনার ইচ্ছামতে অর্থাৎ অতি পরিমিত রূপে পান N 2