পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R পবিত্র আত্মার ফল । ইয় অামায় বিশ্বাস আছে; তথাচ বিশ্বাসের নির্ণয় ও তাহা পাইবার উপায় স্লষ্টরুপে বর্ণনা করিয়া তোমার্কে বলিতে পারিৰ কি না, এ বিষয়ে আমার সন্দেহ আছে । কেবল ইহা জানি যে মদ্যপানাদি প্রকাশ্য পাপক্রিয়া ত্যাগ করিলেই বিশ্বাস হয় না, আর ধৰ্ম্মপুস্তকের পাঠ ও প্রার্থনা ও সদাচরণ করিলেই বিশ্বাস হয় না । এই সকল উত্তম বটে, কিন্তু ইহার দ্বারা পূৰ্ব্বকালে কৃষ্ঠ পাপরপ ঋণের পরিশোধ হয় না। তুমি যাহা ২ করিয়াছ কিম্বা যাহা ২ করিবা, তাহার কোন ক্রিয়াদ্বারা বিশ্বাস হয় না। খ্ৰীষ্ট যাহা করিয়াছেন তাহা সত্যু জ্ঞান করিয়া তাহার উপরে নির্ভর করিলেই বিশ্বাস হয় । খ্ৰীষ্ট পাপের জন্যে আপন রক্ত ব্যয় করিয়া মরিলেন, ইহা নিশ্চয় জানিয। তাহার অনুরোধে পাপ ত্যাগ করণপূর্দ্রক পাপবিমোচনের আশাতে ও অমর আত্মার পরিত্রাগের আকাড়াতে গুষ্টের অপেক্ষণ করাই বিশ্বাস। এতদ্ভিন্ন আর কিছু নাই। ঐ অজ্ঞান নাবিক এই গুরুতর প্রসঙ্গের যে সহজ ও শাস্ত্রসমুঙে বর্ণমা করিয়াছিলেন, তদপেক্ষা উত্তম বর্ণনা কোন দ্বিস্বাম পোক করিতে পারেন ? ২ । মালাবার দেশীয় এক জন সন্ন্যাসির বিবরণ } † ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম সমুদ্রতারকে মালাধার দেশ স্বল স্থায় । সেই দেশ নিবাসি এক দীর দুঃখি মঙ্গুধ}