পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ○デ পবিত্র মাত্মার ফল । করিতে পারি, এব^ অন্য কৰ্ম্ম না থাকিলে ছেলেদিগকে দোল দিতে পারি । আর আমি সিলাই করিতে শিথিয়াছি, ও আপনার কোন ২ বস্ত্র সিলাই করিয়া থাকি। সূচির ছিদ্রে সূত্র দেওয়া অনেক কাল পর্য্যন্ত আমার অসাধ্য বোধ হইত ; শেসে সূচির মস্তক জিহ্বাগ্রে লাগাইয়া, তাহার মধ্যে সূত্র প্রবেশ করে কি না, তাহ জিহ্লাদ্বার টের পাঠতে পারিলাম। বিশেষতঃ বালকদের জন্যে যে দস্তান মেরী বুনিত, তাহ অতি উত্তম ও সুন্দর ছিল । - মেরীর স্বভাবে নমুত এব^ ঈশ্বরেতে দৃঢ় বিশ্বাস ও ভরসা বিশেষ রূপে দৃষ্ট হইত। এক জন প্রতিবাসী তাহাকে বলিয়াছিল, তোমার মত যদি আমি অন্ধ হইতাম, তবে কৰ্ম্ম করিতে অপারক হওয়াতে পাছে কোন দিন প্রতিপালনের উপায়হীন হই, এই অাশস্কাতে তামার সৰ্ব্বাপেক্ষা অধিক মনোদুঃখ হইত। তাহাতে মেরী বলিল, ইহাতে তোমার বড় ভূল হইয়াছে ; সেই রূপ ভাবনা অামার মনে কথন হয় নাই | ঈশ্বর আমার জন্যে প্রয়োজনীয় বস্তু যোগাইবেন, পূৰ্ব্বাবধি আমার এমত দৃঢ় বিশ্বাস আছে। আমার আবশ্যক হইলে পরমেশ্বর কত বার কোন ২ বন্ধুদ্বারা আমার উপকার করিয়াছেন ; অতএব তিনি সৰ্ব্বদা আমার প্রতি মনোযোগ করিবেন, এই বিষয়ে আমার আর কোন সন্দেহ নাই । অণর অামি কথন ২ এই চিন্তা করিয়া থাকি, আমি দয়ার যোগ্য পাত্র নই, অতএব ঈশ্বর আমার প্রতি দয়া কেন করিবেন ? পরে আর বার ইছা মনে পড়ে, ইহার পূৰ্ব্বে