পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরেতে নির্ভর । $ నివె ঈশ্বর যেমন আমার যোগ্যতা ও আশ অপেক্ষ অধিক দিয়াছেন, তেমন ইহার পরেও প্রভূ যীশু গ্রীষ্টের অনুরোপে দিবেন। আমি যে কিছু পাইয়1 থাকি, তাহ। ঈশ্বরের দয়াতে পাই। আর নিদ্রাভঙ্গ হইলে আমি শয্যায় পাশ্ব ফিরাইতে পারি, ইহাও বড় দয়া জ্ঞান করি ; কারণ অনেক পীড়িত লোক তাহাও করিতে পারে না । - এক দিন এক জন মান্য স্ত্রী লোক মেরীকে বলিল, মরণের বিময়ে তোমার কি ভয় লাগে ? সে উত্তর করল, মরণ যন্ত্রণা বিষয়ে আমার কোন ভয় নাই, কিন্তু মৃত্যুর পূৰ্ব্বে মরণার্থে প্রস্তুত হইব কি না, এ বিষয়ে ভাবিত আছি। অার এক জন তাহাকে জিজ্ঞাসিল, মৃত্যু উপস্থিত হইলে কি তোমার ভয় হইবে না? ইহাতে সে সলিল, তাহা অামি বলিতে পারি না, কারণ তৎকালে ঈশ্বর আমার মনকে শান্ত করিবেন কি না, তাহ! এখন জানা যায় না। আর অদ্য মন সুস্থির হক্টলেও কল্য তাহার কি অবস্থা হইবে তাহার নিশ্চয় নাই। আমার দিন ২ ঈশ্বরেতে নির্ভর করা উচিত। ঈশ্বরকে অবলম্বন করা অতি ধাৰ্ম্মিক লোকেরও সৰ্ব্বদা আবশ্যক, তাহা না করিলে সে কোন মতে স্থির থাকিতে পারে না । ৮। বধির ও মূক বালকের বিষয়। প্রায় এক শত বৎসরাবধি বধির ও বোবা বালকদিগকে জ্ঞান প্রদানের নিয়ম নিরূপিত হইয়াছে, এব^ ইউরপ ও আমেরিকা দেশের অনেক ২ স্থানে তাহাদের