পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরেতে নিৰ্ভর । እ 8 » মনের ভাব সুপ্রকাশ পাওয়ার সম্ভব হইল, এমত তৃতীয় প্রশ্ন লেখা গেল ; যথা, আমার শ্রবণ ও বাকশক্তি আছে, তবে তুমি বোলা ও বধির হইয়া জন্মিলা কেন ? ইহাতে সেই বালক ধৈর্য্যযুক্ত শোকসূচক বদনে এই কথা লিথিল, “ হে পিতঃ, এই মত হউক, কারণ ক্টছ তোমার দটিতে উত্তম ।” - ৯ । একটি গ্রাম্য স্ত্রীলোকের বিবরণ। খ্ৰীষ্টধৰ্ম্ম স^স্থাপনের অল্প কাল পরে কোন দেশে মড়ক হইলে দেবপূজকের ভয় হেতুক আপন ২ পীড়িত জ্ঞাতি কুটুম্বদিগকে ত্যাগ করিয়া অন্যান্য স্থানে পলাইয় গেল, কিন্তু গৃষ্টিয়ান লোকের ঐ রূপ না করিয়া স্বস্থানে থাকিরা আপনাদের গৃষ্টিয়ান ও দেবপূজক প্রতিবাসিগণের তত্ত্বনিপারণ করিতে লাগিল। মল্প বৎসর হইল ই৭লগু দেশের কোন গ্রামে অস্তিশয় মহামারী হইলে মরণ ভয় প্রযুক্ত চিকিৎসকগণ ব্যতিরেকে অন্য কেহ পীড়িত লোকদের নিকটে যাইতে যাহস করিল না। তাহাতে কে তাহদের তত্ত্বাবধারণ করিবে ? ঐ গ্রামে এক জন ধাৰ্ম্মিক স্ত্রী ৰাল করিত, তাহার ধৰ্ম্মাচরণ প্রযুক্ত প্রতিবাসি লোকেরা বার ২ তাহাকে উপহাস করিয়াছিল। সেই স্ত্রী আপনার শিশুগণকে জ্যেষ্ঠ পুত্রের হস্তে সমপণ করিয়া পীড়িত লোকদের তত্ত্বাবধারণ করিতে স্থির করিল। তদনুসারে সে তাহাদের নিকটে গিয়া তাহাদের শুশ্রীষা ও সাম্বন৷ করিল, এব^ মৃতকল্পদিগকেও ত্যাগ করিল না, তথাপি