ঈশ্বরেতে নির্ভর । $ 8 S ১০ । লার্ড ক্রেবন । ইহার দুই শত বৎসর পূৰ্ব্বে লণ্ডন নগরে মহামারীর সময়ে লার্ড ক্রেবন ভয়ে ঐ নগর হইতে পলাষ্টয়া পল্লীগ্রামে স্বাক্টতে মনস্থ করিলেন। এই অভিপ্রায়ে প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত হইলে তিনি আপনার ছয় ঘোড়ার গাড়ি আনাই য়া যখন তাহাতে উঠিতে বাটীর দ্বারের নিকটে যাইতেছিলেন, তখন দ্বারে উপ- “ স্থিত ভৃত্যগণের পরল্পর কথোপকথন শুনিলেন । তাহাদের মধ্যে ট্রষ্টধৰ্ম্ম অনবগত এক জন কাফু ছিল, সে অন্য এক দাসকে বলিল, বোধ হয়, আমাদের প্রভুর দেবতা পল্লীগ্রামে থাকেন, সেই জন্যে তিনি মহামারীর ভয়ে এই নগর ত্যাগ করি য়। তথায় যাইতে উদ্যত হইয়াছেন। উক্ত কাফুির এই বাক্য প্রভূর কর্ণগোচর হঠ বামাত্র তাহার চেতনা জন্মিল। তিনি মনে ২ কহিতে লাগিলেন, আমার ঈশ্বর সকল স্থানে আছেন ; পল্লীগ্রামে কি নগরে সর্ব্বত্র আমাকে রক্ষা করিতে পারেন ; অতএব আমি যেখানে আছি সেখানেই থাকিল। ঐ দেবপূজক কাফুির মূর্খতা আমার পক্ষে জ্ঞান জনক হইল । তিনি আরো বলিলেন, হে প্রভো, অামার মনের চাঞ্চল) এব^ তোমা দ্বার রক্ষণ প্রাপ্তির বিষয়ে অবিশ্বাস ক্ষমা করুন। এই রূপ প্রার্থনার পরে তিনি আপন দাসগণকে বুলিলেন, তোমরা ঘোড়া সকল থুলিয়া গাড়ি স্বস্থানে রাথ। তদবধি তিনি লণ্ডন নগরে থাকিয়া অনেক ২ পীড়িত লোকের উপকারী হইলেন, কিন্তু আপনি পীড়াগ্রস্ত হইলেন না।
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।