* 8bア পবিত্র তাত্মিার ফল। সহিত আমি ক্রুশে হত হইয়াছি,” পৌল প্রেরিতের এই বাক্যদ্বার কি মনের সেই ভাব প্রকাশ পায় না ? ৫ । এক জন বৃদ্ধ খ্ৰীষ্টিয়ানের বিষয় । উক্ত ব্যক্তি ঈশ্বরের অনুগ্ৰহেতে সপরিবারে অনেক বৎসরাবধি কুশলে কাল যাপন করিয়াছিলেন। তাহার বিষয়ে এক জন বলে যে তিনি পীড়িত হঠলে তাহাকে দেখিতে আমাকে আহ্বান করিয়াছিলেন। তিনি ত্রিশ বৎসরাবধি ধৰ্ম্মপুস্তক আলোচনা করিয়া ধাৰ্ম্মিক লোকদের সহবাসী হইয়া পরমেশ্বরের সেবা করিয়াছিলেন । র্তাহার নিকটে উপস্থিত হইবামাত্র আমি বলিলাম, হে বন্ধো, বোপ হয় তুমি শীঘু পরলোকে গমন করিবণ। তাহাতে তিনি উত্তর করিলেন, হা, আমি তাহ নিশ্চয় জানি, কিন্তু ঈশ্বর ধন্য হউন, অামার ভয় নাই। পরে আমি কহিলাম, বোধ হয়, তুমি নিৰ্ভয়ে মৃত্যু অপেক্ষা করিতে পার। তিনি বলিলেন, হা পারি। মরণ অতি ভয়ানক, ইহা সত্য বটে ; কিন্তু আমার ত্রাণকৰ্ত্ত জীবৎ আছেন, তাহা অামি জানি। র্যাহাকে অামি ত্রিশ বৎসর পর্য্যন্ত প্রেম করিয়া আসিতেছি, তিনি আমাকে এখন পরিত্যাগ করবেন না। আমার পাপ সকল আমার স্মরণ হয়, কিন্তু প্রভূ যীশুর অঙ্গীকার আমার মনের অবলম্বনস্বরূপ। পরে আমি কহিলাম, তোমার রোগ নিবারণ হক্টলে , তোমার বন্ধুগণ সূখী হইতেন, তথাপি তোমার ত্যাগ হইলে তোমার ভাবি মঙ্গল প্রযুক্ত তাহারা অান
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।