পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরকাল বিষয়ক প্রত্যাশা ৷ * 8 S ন্দিত হইবেন । ইহাতে তিনি বলিলেন, হে মহাশয়, ঈশ্বর যাহা করেন তাহাই উত্তম, ইহাতে আমার বন্ধুগণ দৃঢ় বিশ্বাস করুন । যদি আমরা ঈশ্বরেতে নির্ভর করিয়া সমস্ত অন্তঃকরণে র্তাহার সেবা করি, তবে তিনি তাবৎ ঘটনা দ্বারা আমাদের মঙ্গল জন্মাইবেন, এমত প্রত্যাশা আমার সন্তানদের মনে দৃঢ়রূপে বদ্ধমূল করিতে সৰ্ব্বদা অামার চেষ্টা ছিল, আর এমত প্রত্যাশা যে নিরর্থক নহে তাহ পূৰ্ব্বাপেক্ষণ ভালরূপে জানি । র্তাহার সন্তানেরণ রোদন করত র্তাহার শয্যার চতুমপাশ্বে দণ্ডায়মান হইলে তিনি তাহাদিগকে প্রিয় বাক্যদ্বারা এই বিনতি করিলেন, তোমরা এমত উত্তম ধৰ্ম্মে আর অমনোযোগী হইও না। কেবল সেই ধৰ্ম্মদ্বারা তোমাদের মঙ্গল হইতে পারে। দেখ, সস্তুতি মরণের অপেক্ষাতে তদ্বারা অামার সান্তন জন্মে ও মন মুস্থির হয় । ইহা শুনিয়া আমি কহিলাম, অনন্ত সুখভোগের বিষয়ে কি তোমার কোন সন্দেহ নাই ? তিনি উত্তর করিলেন, হে মহাশয়, যদি কেবল আমার গুণ আলোচনা করিতাম, তবে অবশ্য ভয় করিতে হইত ; কেননা অন্য সকল সময়াপেক্ষা এখন আমার পাপাবস্থা ভয়ান কৰূপে প্রকাশ পায়। কিন্তু যিনি পাপি লোকদের নিমিত্তে এই জগতে আইলেন, আমি কেবল সেই প্রভূ যীশু ফুষ্টেতে ভরসা রাথি, ও তাহার হস্তে আপন আত্মাকে সমপণ করিয়া তাহার অনুগ্রহে পরিত্রাণ পাইবার অপেক্ষায় আছি । এই কথার পরে তাহার পীড়ার বৃদ্ধি হইলে তিনি o 3