পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У Ф. о পবিত্র আত্মার ফল । ক্ষণকাল পর্যন্ত কথা কহিতে পারিলেন না। অবশেষে কহিলেন, আমি ভয় করি, পাছে অধৈৰ্য্য হইয়া পরমেশ্বরের অপমান জন্মাই । কিন্তু পরমেশ্বর এখন আমার সঙ্গে আছেন, এব^ মৃতু্যচ্ছায়ারূপ স্থলী দিয়া গমন সময়েও অামার সঙ্গে থাকিতে অঙ্গীকার করিয়াছেন । এই বাক্যের কিঞ্চিও পরেই তিনি শান্ত মনে পরলোকে গমন করিলেন । শু । জর্জ মৈর । এই ধাৰ্ম্মিক ব্যক্তি সাণ\সারিক লোকদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন না, কিন্তু জীবনকালে যেমন ঈশ্বরের প্রতি তাহার ভক্তি, তদ্রুপ মরণকালে সত্য বিশ্বাসের মৃত্যুগুয়ি গুণ স্লষ্টরূপে প্রকাশ পাষ্টয়াছিল । বহুকাল পর্যন্ত আতিশয় ব্যথাজনক রোগেতে ক্লিষ্ট হইলে পরে ষ্ঠাহার স্ত্রী তাহার মুখ বিবর্ণ হইতে দেখিয়া বলিল, তোমার মুথের আকৃতদ্বারা বোধ হয়, তোমার আয়ুর শেষ হইল । ইহা শুনিয়া তিনি পরীক্ষণর্থে এক থানি দপণ চাহিয়া লইয়া স্তদ্বারা আপন মুখের বিবর্ণতা দেখিয়া দপণ ফিরিয়া দিয়া বলিলেন, মৃত্যু আমার শরীর অঙ্কিত করিয়াছে, কিন্তু যীশু খ্ৰীষ্ট অামার আত্মাকে অঙ্কিত করিয়াছেন ।