মন্ত্রণকালে আনন্দ । > @ ○ বাদ করিতেছি। হে পিতঃ, আপনকার অদ্বিতীয় পুত্র আমাদের অনন্তজীবী মহাযাজক যীশু খৃষ্টের নামে আমি অাপনকার প্রশ৭সা করিতেছি । তাহাদ্বারা এবপ\ র্তাহার সহিত পবিত্র আত্মাতে অনন্তকাল পর্যন্ত অাপনকার মহিমা হউক। অামেন । ২। পপেতুয়া নাম্নী স্ত্রীর মরণ বৃত্তান্ত । গুীষ্টীয় ২০০ শালে আফুিক দ্বীপস্থ কার্থেজ নামক নগরে পপেতুয় নাম্নী এক যুবতী স্ত্রী বাস করিতেন, তিনি অতি মান্যকুলোদ্ভলা ও ধনবতী ও জ্ঞানবিশিষ্ট । সেই সময়ে ঐ দেশের অধিকাংশ লোক দেবপূজক ছিল, কিন্তু অনেকে গ্রীষ্টধৰ্ম্ম গ্রাহ করিয়াছিল। ঐ পপেতুয়া দেবপূজা ত্যাগ করিয়া মনের মধ্যে খ্ৰীষ্টধৰ্ম্ম গ্রহণ করিয়াছিলেন, কিন্তু বাপ্তাইজিত * হন নাই । তাহার মাতা প্রভৃতি ক এক জন জ্ঞাতির সেই রূপ অবস্থা ছিল, কিন্তু তাহার পিতা তখনও দেবপূজক ছিলেন । সেই সময়ে তথাকার ফুষ্টিয়ান লোকদের প্রতি আতি ভয়ানক, তাড়নার উপক্রম হইলে তাহার বৃদ্ধ পিতা তাহার নিকটে গিয়া কহিলেন, তুমি বল, আমি খ্ৰীষ্টিয়ানী নহি। পপেতুয় আপনার সমূথে স্থিত ঘটি দেখাইয়া বলিলেন, হে পিতঃ, এই ঘটি দেখুন, ইহাকে আমি ঘটি ব্যতিরেকে অার কি বলিতে পারি ? এথন আমাকে দেখুন, আমি গুষ্টিয়ানী আছি ও গুষ্টিয়ানী থাকিব,
- বাস্তাইজিত। কেহ ২ বলে এই শব্দের অর্থ কেবল অবগাহিত ; আর কেহ ২ বলে, ইহার অর্থ য়াত কিম্ব ছিটান।