Ꮌ © 8 পবিত্র আত্মার ফল । অতএব আপনাকে সৃষ্টিয়ানী ব্যতিরেকে আর কি বলিতে পারি ? ইহা শুনিয়) পিত) প্রীতিবাক্য ও সাধ্যসাধন। ও ভর্থসনাদ্বায়া কোন মতে র্তাহাকে চঞ্চল করিতে অগত্যন্তিক যত্ন করিলেন ; কিন্তু সেই যুবতীর মন নিশ্চল থাকিল, আর অল্প দিন পরে তিনি বাপ্তিম্মম্বারা খ্ৰীষ্টীয় মণ্ডলীতে প্রবেশ করিলেন । সেই সময়ে তিনি পরমেশ্বরের নিকটে বর রূপে কেবল ধৈর্য্য ও সহিষ্ণুতা প্রার্থনা করিলেন ; আর সেই বর তাহাকে দত্ত হইল । কিছু কাল পরে পপেতুয়া ধরা পড়িয়া তিনজন মান্য যুবার ও ফেলৗসিতা নাম্নী আপনার আত্মীয়া যুবতীর সমভিব্যাহারে কারাগারে নীত হইলেন। সেই স্থানে র্তাহার বড় দুঃখ বোধ হইল । তাহার এক কারণ এই যে প্রথমজাত দুই কি তিন মাসের শিশু বিষয়ে র্তাহার বড় ভাবন হইল। তিনি বলিলেন, কারাকুপে একত্রীকৃত জনতাজন্য গ্রীষ্ম ও সৈন্যদের দৌরাত্ম্য ও অামার শিশু বিষয়ক ভাবনা, এই সকলেতে অণমার মন ক্ষুন্ন হইল এল৭ খ্রীষ্টের নাম স্বীকার করিব কি না, এ বিষয়ে সন্দেহ জন্মিতে লাগিল; কারণ অামি পূৰ্ব্বে কথন এমত অন্ধকারময় স্থানে রুদ্ধ হই নাই । অাঃ ! সেই দিন আমার অতিশয় ভয়ানক বোধ হইল । অনন্তর নগরস্থ খ্ৰীষ্টিয়ান লোকেরা কোন মতে কারণগারের অধ্যক্ষকে বুঝাইলে তিনি চোর ও নরহত্যাকারি প্রভৃতি অতিঘূণাৰ্ছ বন্দি সমূহস্থইতে খ্ৰীষ্টিয়ান বন্দিদিগকে পৃথক করিয়া কোন বিশেষ কারাগারে স্বতন্ত্র রাখিলেম, এব^ পপেতুয়াকে তিন চারি দণ্ডের নিমিত্তে ঘরে যাই
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।