পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মরণকালে আনন্দ । Ꮌ © ☾ বার অনুমতি দিলেন ; তাহাতে তিনি সেই স্থানে গিয়া আপন শিশুকে স্তন পান করাইলেন । অনন্তর শিশুকে কারাগারে লইয়া যাইবার অনুমতি চাহিলে কারাধ্যক্ষ সম্মত হইলেন, তাহাতে সেই দুঃখিনীর পক্ষে কারাগার রাজবাটীস্বরূপ হইল। কোন ২ খ্ৰীষ্টীয় ভুাতা ও ভগিনী তাহাকে ও র্তাহার সঙ্গিদিগকে সাস্তুনা করিবার জন্যে র্তাহাদিগকে দেখিতে অাসিত, এব° এক বার তাহাদের সহিত প্রভূর ভোজ গ্রহণ করিল। এতদ্ভিন্ন পবিত্র আত্মার গুণে র্তাহার মন সুস্থির ও আনন্দিত হইল । যে দিনে তাহাদের প্রাণদণ্ড নিরূপিত ছিল, তাহার পূদ্ৰদিনে উক্ত ফেলৗসিত প্রসব হইলে কারারক্ষক তাহাকে কহিল, আজি তুই এত চীৎকার করিতেছিস, কল্য বন্য পশুদিগের সমূথে নিক্ষিপ্ত হইলে কি করিবি? তাহাতে সেই গুফিয়ানী উত্তর করিলেন, আদ্যকার এই দুঃখ আমার জন্যে, কিন্তু কল্য প্রভুর জন্যে দুঃখ সহ করিব ; এই কারণ তিনি আমার সেই দুঃথে দুঃথিত হইয়া অামার বিশেষ সাহায্য করিবেন। 4 . বিচারকত্ত্বার সমূথে শেষ বার উপস্থিত হওমের পূর্ক্সে পপেতুয়ার পিতা তাহার নিকটে গিয়া আর বার র্তাহাকে চঞ্চল করিতে চেষ্টা করিলেন। তিনি তাহাকে কহিলেন, হে বৎসে, আমার পাক চুল দেখিয়া কৃপা কর ; তোমার জন্মদাতাকে দয়া কর । অামি কি তোমার পিতৃরূপে বিখ্যাত হইবার যোগ্য আর নই ? আমি জন্মাবধি এই যৌবনকাল পর্য্যন্ত তোমাকে প্রক্তিপালন করিয়াছি, এব^ আমার সমস্ত পুত্র অপেক্ষা তোমাকে