পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"> G & পবিত্র আত্মার ফল । অধিক প্রেম করিয়াছি ; এখন বৃদ্ধাবস্থাতে আমাকে অপমানগ্রস্ত করিও না । আমরা সকলে যেন সৰ্ব্বনাশগ্রস্তু ন হই, এই জন্যে তোমার গৰ্ব্ব থৰ্ব্ব কর । ইহা বলিয়। সেই ক্ষুন্নমনা পিতা আপন কন্যাকে প্রাণপ্রিয়তমা বলিয়া র্তাহার হস্তে চুম্বন করিলেন, এব^ তাহার চরণে পড়িয়া সাধ্যসাধনা করিলেন। পিতার এমত অধৈর্য্য দর্শনে পপেতুয় শোকসাগরে মগ্ন হইলেন, কারণ যদ্যপি তাহার স্বৰ্গারোহণের অপেক্ষাতে অন্য সকল জ্ঞাতি আনন্দিত ছিলেন, তথাপি পিতা গ্রীষ্টেতে বিশ্বাস ন করণ প্রযুক্ত নিরাশ ছিলেন । সেই পিতা তাহাকে বলিলেন, তুমি আপনাকে খ্ৰীষ্টিয়ামী ললিলে এই শিশুর ও জ্ঞাতিবর্গের ও তোমার যে দুৰ্দ্দশা হইবে, তাহা বিবেচনা কর । পপেতুয়া উত্তর করিলেন, হে পিতঃ, ভালি ঘটনা আমাদের হইতে হয় না ; তাহ পরমেশ্বরের ইচ্ছাতে হয় । আমরা আপনাদের আপনার নহি, পরমেশ্বরের হস্তগত অাছি । অনন্তর বিচারকত্ত্ব উপস্থিত হইয় লি৭হাসনে বসিলে সহসুখ লোক দশনের আকাঞ্জাতে বিচারস্থানে একত্র হইল । তাহাদের মধ্যে পপেতুয়ার বৃদ্ধ পিতা তাহার শিশুকে হন্তে করিয়া উৰ্দ্ধে উঠাইয়া উচ্চৈঃস্বরে কহিলেন, তোমার এই শিস্তর পুতি দয়া কর । বিচারকস্ত আপনি দয়াদু হইয় তাহাকে কহিলেন, বৃদ্ধ পিতার ও বলহীন শিশুর প্রতি দয়া কর ; কোন দেবতার উদ্দেশে এক বার বলি দান করিলে কিম্বা ধূপ জ্বালাইলে আমি তোমাকে মুক্ত করিব। পপেতুয়া কহিলেন, কোন মতে তাছ