পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) @ ケ পবিত্র আত্মার ফল । যুদ্ধস্থানে প্রবেশ করণ সময়ে ক্রীড়ার নায়কের র্তাহtদিগকে বিশেষ ২ দেবদেবীর যাজক ও যাজিকার ব্যবহৃত রক্তবর্ণ ও শুক্লবৰ্ণ বস্ত্র পরিধান করিতে বলিলেন ; কিন্তু র্তাহারা অসম্মত হইয়া কহিলেন, দেবপূজা যেন করিতে না হয়, এই অভিপ্রায়ে আমরা মৃত্যু অবলম্বন করিয়া এই স্থানে আসিয়াছি ; তোমরা যে এই স্থানেও আমাদিদিগকে দেবপূজকের বেশ ধারণ করাইতে চাও, এ বড় অন্যায়। ইহা শুনিয়া নায়কের নিরুক্ত হক্টলেন । পরে ঐ তিন জন যুবা নিৰ্ভয়ে যুদ্ধস্থানে প্রবেশ করিয়া অবিলম্বে সমাগত জনতার সমুথে মহাবিচার দিনের অপেক্ষাতে মনঃপরিবর্ত্তন করা আবশ্যক এই বিসয়ে বক্তৃতা করিতে লাগিলেন ; কিন্তু সমাগত লোকেরা তাহাতে অতিশয় রাগোন্মত্ত হইলে ঐ যুবকেরা কাটাযুক্ত কশাতে প্ৰহারিত হইয়া চিত্র ব্যাযু ও ভল্লুক ও বরাহের সম্মুখে নিক্ষিপ্ত হইয়। অতি স্বরায় বিদীর্ণ হইলেন । - অনন্তর পপেস্কুয়া ও ফেলৗসিতা বন্য গোরুর সমুথে নিক্ষিপ্ত হওনের নিমিত্তে একটি জালে বদ্ধ হইলেন । ইহাতে প্রথমে তাহাদের বস্ত্র অপহৃত হইলে উলঙ্গত প্রযুক্ত তাহাদের এমত লজ্জা বোধ হইল, ফুে চতুদিকস্থ লোকের নিদয় হইলেও তাহীদের বস্ত্র ফিরাইয়া দিতে অাজ্ঞা করিল। পরে অস্কুশদ্বারা উত্তেজিত গোরু মুক্ত হইয়া তাহাদের বিরুদ্ধে দৌড়িয়া আসিয়া তাহাদিগকে ঠেলিলে তাহার। উভয়ে ভূমিতে পড়িলেন । অনন্তর পপেতুয়া প্রথমে উঠিয়া বিদীর্ণ বস্ত্রেতে গাত্রাচ্ছাদন পূৰ্ব্বক ফেলৗসিতার নিকটে গিয় তাহাকেও উঠাইলেন।