মরণকালে আনন্দ । ( ఎ পরে তাহারা গোরুর অপেক্ষাতে একত্র দাড়াইলে জনতা কিঞ্চিৎ দয়া করিল, এই জন্যে তাহারা কোন ক্ষুদু গৃহমধ্যে প্রবেশ করণের অনুমতি পাইলে কোন ২ খ্ৰীষ্টিয়ান বন্ধু তাহাদিগকে সান্তুনা করিতে ক্ষণেক কালের নিমিত্তে উপস্থিত হইলেন । পুনরায় তাহারা যুদ্ধস্থানে প্রবেশ করিলে নায়কদের আজ্ঞানুসারে কএক জন অস্ত্রধারি ক্রীত দাসদের প্রতি তাহাদিগকে বধ করণের ভার" সমপিত হইল। তাহাতে ঐ দুই জন গুষ্টিয়ানী পরল্পর চুম্বন পূৰ্ব্বক ভূমিতে শয়ন করিলে অবিলম্বে ক্রীত দাসগণ অস্ত্রদ্বারা তাহাদের অন্তঃকরণ বিদ্ধ করিল। ৩ । একজন হাপসির বিবরণ । জামেকা উপদ্বীপস্থ এক জন উপদেশক পশ্চাল্লিখিত। বিবরণ প্রকাশ করেন। অল্প দিন হঠল আমি এথানকার । মণ্ডলীর অপশি এক জন মৃতকল্প ব্যক্তির সহিত সাক্ষাৎ করিতে গিয়া তাহাকে জিজ্ঞাসিলাম, এখন তোমার মনের ভাব কি প্রকার? এব° মৃত্যুর বিষয়ে তোমার কেমন বোধ হয় ? তাহাতে সে উত্তর করিল, আমি শান্ন এবPA মরিতে প্রস্তুত আছি । ইহা শুনিয়া আমি বলিলাম, সাবধান, আপনাকে বঞ্চনা করিও না। তুমি অতি ঘৃণাৰ্ছ পাপী এব°N ঈশ্বরের ও র্তাহার মণ্ডলীয় সমীপে অতি অকৰ্ম্মণ্য লোক ছিল । সাবধান, পাছে বাসুকার উপর ভিত্ত গাথিয়া থাক। এই কথাতে সে বিস্ময়াপন্ন হইয়া কিছু কাল নীরব থাকিল। পরে হঠাৎ ব্যগ্রতা পূৰ্ব্বক, উঠিয়া বসিল, এব^ আমাকে কহিল, হে মহাশয়, আমি
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।