পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"ჯ ჯა © পবিত্র আত্মার ফল। প্রবঞ্চক নহি, এব^ আমার রক্তপাত বিষয়ে আপনি নির্দোষ । ইহাতে আমি বলিলাম, আমার কথা কেন ৰল ? তোমার নিজ অবস্থা বিবেচনা কর, তোমার আয়ু শীঘু শেষ হইবে ; অতএব ঈশ্বর যেন গুষ্টের অনুরোধে তোমার পাপ ক্ষমা করেন, ইহার নিমিত্তে র্তাহার কাছে প্রার্থনা কর । এই সময়ে অনন্যমন হইয়া যীশুর বিষয় চিন্তা কর ; আর যে পর্য্যন্ত র্তাহার প্রেমের প্রমাণ না পাও, সেই পৰ্য্যন্ত র্তাহার কাছে কাকুতি করিতে ক্লান্ত হইও না । ইহা বলিয়া আমি তাহার সহিত প্রার্থনা করিয়া চলিয়া গেলাম । দুই এক দিন পরে এক জন জ্ঞাসিয়া আমাকে বলিল, ঐ ব্যক্তি মরিতেছে। অামি তাহ। শুনিবামাত্র তাহার নিকটে গিয়া দেখিলাম, তাহার স্ত্রী প্রভৃতি আত্মীয়বর্গ রোদন করিতেছে। সে আমাকে দেখিবামাত্র উচ্চৈঃস্বরে বলিল, হে উপদেশক মহাশয়, আমার বিষয়ে কিছু ভয় নাই ; আমি ঘৃণাৰ্ছ পাপী বটি, কিন্তু যীশু গুীষ্ট অামাকে বিস্মৃত হন নাই । আমি মৃতবৎ বটি, কিন্তু হে প্রভো, আপনকার জন্যে এব° সুসমাচারের জন্যে আপনকার ধন্যবাদ করি ; শীঘু আণসিয়া আমাকে আপনার কাছে গ্রহণ করুন । ইহা শুনিয়া আমি অতিশয় আহলাদিত হইলাম, এব° সেই দীনহীন হাপসী পরিত্রাণের অধিকারী হইয়া মরণকালেও উল্লাস করিতেছে, ইহা দেথিয়া মনে ২ কহিলাম, খ্ৰীষ্টধৰ্ম্মের এমত আশ্চর্য্য ফলের দর্শন পাওয়াতে দুর্গম্য মহাসাগর পার হওনের নিমিত্তে সমপূর্ণ পুরস্কার পাইলাম।