পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S) পবিত্র তাত্মিার ফল । গ্রস্ত ছিল, অতএব আমি মনে ২ ভাবিতে লাগিলাম; কি জানি, ইনি তাহাকে ভাল করিবেন। অনন্তর তিনি বলিলেন, তোমরা পাপ রোগে রোগগ্রস্তু এব^ শত ২ দোষরুপ ক্ষত ও কালশিরাতে ক্লেশ পাইতেছ; কিন্তু গ্রীষ্টেতে বিশ্বাস করিলে তিনি তোমাদিগকে ভাল করিবেন । তিনি আরও বলিলেন, তোমরা পারমার্থিকরূপে খণ্ডু, যেহেতুক তোমাদের চরণ বিপথে উছোট থাইয়াছে, কিন্তু খ্ৰীষ্ট সত্য ও জীবনরূপ পথ । তোমরা পাপে ও অপরাধে মৃতৰও অাছ, কিন্তু তিনি এই মৃত্যুর অবস্থাহইতে তোমাদিগকে জাগ্রৎ করিয়া পবিত্র স্বভাবস্বরূপ নুতন জীবন দিতে পারেন । তদনন্তর আরও বলিলেন, যাহার) শিকারাদি কৰ্ম্মে কিম্বা মদ্যপানাদি সুখভোগে প্রভূর দিন অর্থাৎ রবিবার যাপন করে, তাহাদের প্রতি ঈশ্বরের ক্রোধ বৰ্ত্তে, এব^ তোমরা যদি এই রূপ পাপেতে মগ্ন হইয়। থাক, তবে নিতান্ত বিনষ্ট হইব। তদনন্তর অন্তঃকরণে মে সকল কুচিন্তা স্থান পায়, বিশেষতঃ কেহ আমাদের প্রতি অন্যায় করিলে যে দারুণ হি^সাভাব জন্মে, তাহার স্বর্ণনা তিনি করিতে লাগিলেন । তখন কোন লোক অক্ষমার সমস্ত পাপ পাদরী সাহেবকে জ্ঞাত করিয়া থাকিবে, অামি এমত ভাবিতে লাগিলাম, কারণ তিনি কেবল অামার প্রতি দৃষ্টিপাত করিতেছেন, অামার এমন ৰোধ হইল। অতএব আমি পলায়ন করিব, এই চিন্তা করিতে লাগিলাম, কিন্তু পাছে তিনি অামার পশ্চাৎ দৌড়িয়ণ জ্ঞামাকে ধরিয়া আমার দণ্ড নিরূপণ করেন, এইsভয়েঙে rচুপ কুরিয়া ব্লছিলাম। ইহার কারণ এই, আমাদের কৰ্ম্ম