পাতা:পবিত্র আত্মার ফল.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"টেন্তে বিশ্বাস । 气囊 ধ্যক্ষ পূৰ্ব্বে আমার প্রতি মহা দৌরাত্মা করাতে আমি এক দিন ধনুৰ্ব্বাণ লইয়া বনে র্তাহার গন্তব্য পথের ধারে বসিয়া তাহার হৃদয় লক্ষ্য করিয়া বাণ মারিয়াছিলাম ; কিন্তু সেই ৰাণ র্তাহার বুকে না লাগিয়া পায়ে বিদ্ধ হইয়া থাকিল ; তাহাতে তিনি অনেক দিন পর্য্যন্ত থঞ্জ ছিলেম, কিন্তু এ প্রকার কৰ্ম্ম কে করিল তাহা কথন জানিতে পারিলেন না। ঐ পাদরী সাহেব তাহ দেখেন নাই; ইহা অামি নিশ্চয় জ্ঞাত ছিলাম ; অতএব পরমেশ্বর অাপনি তাহাকে ঐ ঘটনা জানাইয়া থাকিবেন, এমন অনুতব করিতে লাগিলাম । তখন আমার মস্তকাবধি পাদ পৰ্য্যন্ত সৰ্ব্বাঙ্গ কাপিতে লাগিল; আমি কি করিব, তাহা স্থির করিতে পারিলাম না। তদনন্তর তিনি কহিলেন, যীশু খ্ৰীষ্ট অত্যন্ত দুষ্ট লোকের জন্যেও মরিলেন। এব^ কৃষ্ণবর্ণ কি গৌরবর্ণ এবং দাস কি মুক্ত, যে কোন দুরাচার লোক হউক, মনঃপরিবর্তন পূৰ্ব্বক ষ্টেতে বিশ্বাস করিলে সকলে পরিত্রাণ পাইবে । তাহাতে আহলাদপ্রযুক্ত আমার হৃদরের স্ফূৰ্ত্তি হইতে লাগিল ; এব^ আমি নেত্রজলাভিষিক্ত বদনে চেচাইয়া কহিলাম, আহ ২! অামি মহাপাপী, কিন্তু আমার নিমিত্তেও যীশু প্রাণ দিলেন। পরে আমি দগুবৎ হইয়া ক্ষণেক কাল প্রার্থনা করিলাম, অনন্তর ঘরে গিয়া পিতা মাতাকৈ কহিলাম, ছিতৈন্ত্রি ই-\রাজ লোকেরা আমাদের কাছে দয়াবান একজন উপদেশক পাঠাইয়া দিয়াছেন। তখন আমার বুদ্ধ। মাতা অতিশয় পীড়িত ছিলেন ; অতএৰ উপদেশকের মুখে রাণরূদ্ধার কথা শুনিবার আশাতে র্তাহাকে দেশ