পাতা:পবিত্র আত্মার ফল.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} & পবিত্র আত্মার ফল। " থাকা নিম্প্রয়োজন বুঝি তুমি মুরাচার হইয়া পাণ্ড সারিক লোকের সঙ্গ ভাল বাস । তিনি তৎক্ষণাৎ স্বলি* লেন, এমত নয় ২, আমি তাহাদিগের সঙ্গ সহ্য করিতে পারি না। আমি বলিলাম, সে ভাল, ইহাতে তুমি নিশ্চয় জানিতে পার, যে যাহাদিগের সঙ্গ ও ক্রিয় তোমার এমন্ত ঘৃণাহ ৰোধ হয়, তাহাদের সঙ্গে বাস করণার্থে পরমেশ্বর তোমাকে কথন নরকে নিক্ষেপ করিবেন না। আমার এই রূপ বাক্যেতে তিনি অতি চমৎকৃত হইলেন। পরে আমি আরও বলিলাম, হে বন্ধো, অনুগ্রহ করিয়া তোমার দুঃখের সমস্ত বৃত্তান্ত আমাকে বল । তাহাতে তিনি বলিলেন, কিছু দিন হইল আমি পক্ষাঘাতী হইয়া অত্যন্ত পীড়িত হইয়াছিলাম, তৎকালে আমার মন ঈশ্বরেতে আহলাদত ছিল। সকলে বোধ করিল যে ইনি মরিবেন, এব^ আমিও সেই প্রকার ভাৰিতেছিলাম, এব৯ মৃত্যুর অপেক্ষাতে সুস্থির ও আনন্দে প্রফুল্ল ছিলাম। পরে সকলের অাশার বিপরীত হইল, অর্থাৎ আমি কিঞ্চিৎ সুস্থ হইয়া ইতস্তুতে বেড়াইতে লাগিলাম, পরন্তু দৌৰ্ব্বল্য বশতঃ কোন কৰ্ম্ম করিতে পাfরলাম না। আমার বিবাহ কথন হয় নাই, এব^ আমি পরিশ্রমদ্বারা নুনাধিক এক সহসু টাকা সঞ্চর করিয়াছিলাম ; তথাপি পীড়ার কালে আমার মনে এই চিন্তার উদয় হইল, কি জানি, ৰহুকাল এই দৌৰ্ব্বল্যাক স্থায় থাকিতে হইৰে, তাহা হইলে আমার সকল টাৰী ব্যয় হইয়া যাইরে, সুতরা৯ আমি বন্ধু বান্ধবগণের গলগ্ৰহ হইব। এই রূপ চিন্ত করাতে আমার অন্তরে