পাতা:পবিত্র আত্মার ফল.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীষ্টেতে বিশ্বাস । )○ শু। দক্ষিণ আফ্ৰিকাদেশীয় খ্ৰীষ্টিয়ান লোকদিগের বিষয় । লণ্ডন মিশনরি সোসাইটৗদ্বারা দক্ষিণ আফুিকাদেশীয় লোকদের যে উপকার হয়, তাহার বিবরণ অনেক বার প্রকাশিত হইয়াছে। এই পশ্চাল্লিখিত বৃত্তান্তদ্বারা আরো : জানা যায় । এক জন মিশনরির সহিত দেশ ভূমণ কালে আমরা এক দিবস সন্ধ্যাকালে বেথেলসদপ নামক গ্রামহইতে ত্ৰিশ ক্রোশ দূরবৰ্ত্তি কোন নির্জন স্থানে উপস্থিত হইলাম। সেই স্থানে এক জন বৃদ্ধ দাসের গৃহ ছিল। সে কিয়ৎকাল পূৰ্ব্বে গ্রীষ্টীয় সৰ্ম্ম গ্রহণ করিয়া এক জন ভূম্যধিকারি কর্তৃক ভূমির অধ্যক্ষপদে নিযুক্ত হইয়াছিল। আমরা কোন বৃক্ষের তলে অগ্নি জ্বালাহয় তাহার পাশ্বে বসিয়া উৰ্দ্ধে তারাগণশোভিত নভোমণ্ডলের দর্শনে ও তৎসম্বন্ধীর আলোচনাতে নিমগ্ন ছিলাম, ইতিমধ্যে ঐ দাস আপন পরিবার ও প্রতিবাসি কএক জন হটেণ্টট লোককে সঙ্গে লইয়া তামাদিগের নিকটে আসিয়া বসিল ; কারণ তাহারা মিশনরির উপদেশ বাক্য শুনিয় তাহার সহিত প্রার্থনা করিতে পারিবে, এমত ভরসা করিল। অন্যান্য সময়ে তাহারণ প্রতি দিন আপনাদিগের মধ্যে প্রার্থনা করিত। অামাদের মধ্যে হটেণ্টট জাতীয় কএক জন ছিল, তাহারণ শুদ্ধ বয়ঃপ্রাপ্ত দ্বাদশ জন একত্র হইলে আমরা পা দরী সাহেবের সাহায্যে তাহাদের সহিত অনেক