* 8 পবিত্র আত্মার ফল । কথোপকথন করিলাম ; এব^ তাহাদের সহিত এমত অনপেক্ষিত রূপে কথাবাৰ্ত্তা করণের যে সুযোগ পাইলাম, তদ্বারা তাহাদের জ্ঞান ও স্বভাব অবগত হইয়। আতিশয় সন্তুষ্ট হইলাম । - ঐ বৃদ্ধ দাসের কাফিজাতীয় স্ত্রী আমাদিগকে কহিল, পূৰ্ব্বে বেথেলসদপ নিবাসি কএক জন হটেন্টট মধ্যে ২ এই স্থানে আসিত, তাহাদের কাছে আমি প্রথমে ধৰ্ম্ম বিষয়ক কোন ২ কথা শুনিয়াছিলাম, এব^ তাহাদের সাহায্যে ওলোন্দাজি ভাসাতে ধৰ্ম্মপুস্তক পাঠ করিতে শিথিয়াছিলাম । তৎপরে আমি অধিক শিক্ষা পাইবার নিমিত্তে কএক বার তাহাদের ঐ গ্রামে গিয়া দুই এক মাস অবস্থিতি করিয়াছি । পুথমে ধৰ্ম্মবিষয়ক কথা শুনিলে আমার প্রলাপমাত্র লোপ হঠয়াছিল। পরে যাহারণ আপন ২ পাপ স্বীকার পূৰ্ব্বক পরমেশ্বরের নিকটে ক্ষমা চাহিত, তাহাদিগের শোক ও অশ্রুপাত দেখিলে আমি যে তাহাদের অপেক্ষা উত্তম নহি, এমত চেতনা পাইলাম, এই জন্যে তাহাদের নিকটে ধৰ্ম্মজ্ঞানের অন্বেষণ করিতে লাগিলাম । তদনন্তর অামি আপনাকে পাপিষ্ঠ জ্ঞান করিলে, যীশু পাপি লোকদিগের ত্রাণকৰ্ত্তা, এই সমাচার ঐ হটেণ্টট লোকদের কাছে পাটবামাত্ৰ পাপের মোচন এবP ঈশ্বরীয় বাক্যের অর্থ প্রাপ্তির নিমিত্তে প্রার্থনা করিতে উদযোগিনী হইলাম। তাহাতে ঈশ্বরীয় অনুগ্রহের বিষয়ে আমার মনে যে প্রত্যাশার উদয় হইল, তাহা অদ্যাপি অামাকে ত্যাগ করে নাই | প্রভূভক্ত। এই নমুশীলা স্ত্রী আপনার স্বীকৃত ধৰ্ম্মের
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।