পাতা:পবিত্র আত্মার ফল.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীষ্টেতে বিশ্বাস । У Ф. গুণে কএক বৎসরাবধি প্রত্যহ অাপন সন্তানদিগকে ও চতুৰ্দ্দিকৃস্থ লোকদিগকে জ্ঞান প্রদান করিত। বিশেষতঃ ধৰ্ম্মপুস্তক পড়িতে এব^ গোপনে কিম্বা বন্ধু বান্ধবদের সহিত ঈশ্বরের আরাধনা করিতে শিক্ষণ দিত । তাহার স্বামির মনঃপরিবর্তন প্রায় সেই রূপ হইয়াছিল । এক দল হটেণ্টট সৈন্য বেথেলসদপহইতে কেপ নগরে স্বাক্টতেছিল। পথিমধ্যে তাহাদের সহিত সাক্ষাৎ হঠলে সে তাহাদিগকে প্রার্থনা করিতে ও অাপন ২ পাপ স্বীকার করিতে শুনিয়া চমৎকৃত হইয়। আপন কৰ্ত্তাকে জিজ্ঞাসিল, উহারা কি প্রকার লোক ? তাহাতে তাহার, ধৰ্ম্মবিহীন কন্তু বলিল, উহার) পাগল । এমন উত্তর পাইলেও তাহার মনে এই চিন্তা জন্মিল, যে অন্যান্য লোকদের আচরণহই তে অামার আচরণ ভিন্ন নয় ; অতএব উহারণ যদি দোষী হয়, তবে অামিও দোসী অাছি । ঐ সকল লোক যদি প্রার্থনা করে, তবে অামি কেন করিব না ? তাহারণ সন্ধ্যাতে শিবির হইতে কিঞ্চিৎ দূরে ভিন্ন ২ ঝোপে গিয়া প্রত্যেকে গোপনে প্রার্থনা করিত, তাহাতে একাকী শিবিরে থাকিতে লজ্জ রোধ হওয়াতে সে সামান্য রীতি পালনের মত তাহাদের ন্যায় ঝোপে গিয়া প্রার্থনা করিতে লাগিল। অল্প দিবস পরে সে অণন্তরিক চেতনা পাইয়। উদযোগ পূৰ্ব্বক প্রার্থনা করিতে চেষ্টা করিয়া এই অল্প কথা কহিতে লাগিল, হে প্রভো, আমার সাহায্য কর । তৎপরে সে অবকাশমতে বেথেলসদপে শিক্ষা করণ ও খ্ৰীষ্টীয় বন্ধুগণের সহিত কথোপকথনদ্বারা ক্রমে ২ ধৰ্ম্মেতে, Puż.