পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●bア পবিত্র আত্মার ফল । ৮। ঐযুক্ত বিশপ বেবেরিজ। ধাৰ্ম্মিক বিশপ বেবেরিজ মরণ কালে বন্ধু বান্ধবের মধ্যে কাহাকেও চিনিতে পারিলেন না । তাহার এক জন আত্মীয় ধৰ্ম্মোপদেশক তাহাকে দেথিতে আসিয়া র্তাহার শয্যার নিকটে দাড়াইয়া, আপনি কি আমাকে চিনিতে পারেন ? ইহা জিজ্ঞাসা করিলে বিশপ উত্তর করিলেন, আপনি কে ? পরে নিকটবৰ্ত্তি লোকের তাহার নাম ললিলে তিনি কহিলেন, আমি তাহণকে জানি না । অনন্তর পূৰ্ব্বোক্ত ব্যক্তির ন্যায় পরিচিত আর এক জন বন্ধু আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি আমাকে চিনিতে পারেন ? তিনি বলিলেন, আপনি কে? পরে তাহার নাম শুনিলেও তিনি পূৰ্ব্ববৎ বলিলেন, আমি তাহাকে জানি না। পরে তাহার ভাৰ্য্যা শয্যার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি কি আমাকেও ভুলিয়াছেন । তিনি বললেন, আপনি কে? অপর ইনি তোমার ভার্স্যা, ঈহ! নিকটবৰ্ত্তি লোকদের প্রমুর্থাৎ শুনিলেও তিনি তাহার বিষয়েও বলিলেন, আমি তাহাকে জানি না। পরিশেষে এক ব্যক্তি বলিল, আপনি প্রভূ যীশু খ্ৰীষ্টকে জানেন? এই শব্দ শুনিবামাত্র তিনি কিঞ্চিৎ সচেতন হইয়া ভগ্ননিদু মনুষ্যের ন্যায় বলিলেন, হী, চল্লিশ বৎসরাবধি তাহাকে জানি। তিনি আমার পরম প্রিয় ত্ৰাণকৰ্ত্ত ; কেবল তিনি আমার আশ্রয় |