পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীষ্টেতে বিশ্বাস। १ ४ ভুাতঃ, মৃত্যু উপস্থিত, ইহার কোন সন্দেহ নাই ; কিন্তু পরমেশ্বর আমার প্রতি যাহ করেন, তাহাতেই আমি সম্মত আছি, এব^ ক্লেশ ও যন্ত্রণার মধ্যে আমার মন শান্ত ও প্রত্যাশাতে সুস্থির আছে। অনন্তর চিকিৎসক বিদায় হওন সময়ে অন্তিম কালের কৰ্ত্তব্য ক্রিয়া সাধনার্থে এক জন পুরোহিতকে আহ্বান করণের আজ্ঞা দিলেন। কেনন রোমাণ কাথলিক লোকদের মধ্যে এই রীতি আছে, যে কোন ব্যক্তি মৃতকল্প হইলে পুরোহিত আসিয়া বিশেষ মন্ত্র পাঠ করণ পূৰ্ব্বক তাহার কপাল ও চক্ষু ও কর্ণ প্রভৃতি প্রধান ২ অঙ্গে তৈল লেপন করে, এই ক্রিয়। তাহাদের স্বৰ্গপ্রবেশিকা বোধ হয়। অতএব ফুস্কীত আপন ভাৰ্য্যাকে ডাকিয়া বলিল, তুমি আমার প্রতি যে রূপ প্রেম ও সম্মান করিয়া থাক, তদ্রুপ এখনও কর । আমি যাহাদের সহিত তিন বৎসর বিপি নিত্য তালাপ করত তান্তরিক সুখ পাইয়াছি, ও যাহার। আমাকে প্রকৃত মঙ্গলের ও গৌরবের পথ দেখাইয়াছে, আমার সেই প্রিয় বন্ধুগণকে তুমি জান। বিনয় করি, তাহাদের ব্যতীত অণর কাহাকেও প্রবোধ দেওনার্থে আমার নি— কটে অাসিতে দিও না । অপর কোন ২ বন্ধু আসিয়া, আসন্ন মৃত্যুর বিষয়ে তোমার মনে কেমন বোধ হয় ? ইহা জিজ্ঞাসিলে সে উত্তর করিল, আমি অনিৰ্ব্বচনীয় শান্তি ভোগ করিতেছি । আর সে বক্ষঃস্থলে হস্ত দিয়া কহিতে লাগিল, এই স্থানে যে শান্তি ও ধৈর্য্য ও প্রসন্নতা আছে তাহা ব্যক্ত করা অামার অসাধ্য।