পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীষ্টেতে বিশ্বাস । & Go জানিবার চেষ্টাতে আমার অত্যন্ত শ্রম হইয়াছে। কিন্তু যাহা ২ পাঠ কিম্বা বিবেচনা করিয়াছি, সম্রতি সেই সকলের মধ্যে কিছুতেই আমার সান্থনা হয় না, কেবল পেীল প্রেরিতের এক বচনদ্বারা এই অন্তিমকালে অণমার মন সুস্থির হয়, অর্থাৎ, “ যীশু খ্ৰীষ্ট পাপিদের . পরিত্রাণ করিতে এই জগতে আসিয়াছেন, এই কথা বিশ্বসনীয় ও সৰ্ব্বতোভাবে গ্রহণীয়,” পৌলের এই যে বাক্য তাহা অবলম্বন করিয়া অামি শান্তি পাই । ১৪ এক জন কৃষকের বিষয় । এই দেশের লোকেরা যেমন শস্য মৰ্দ্দন করিবার নিমিত্তে তাহার উপর দিয়া গোরু চালায়, তদ্রুপ ইউরপ মহাদ্বীপের দক্ষিণভাগে স্থিত গ্রীস ও ইতালি । দেশ নিরাসি লোকেরাও করিয়া থাকে। কিন্তু ফুন্সি ও জৰ্ম্মাণি ও ই৭লণ্ড প্রভৃতি উত্তর ভাগে স্থিত দেশে সেই প্রকার ব্যবহার চলিত নহে। তথাকার কৃষক * লোকেরা আপনারা ভারি যষ্টি চালাইয় শস্য মাড়ে। এ অতিশয় পরিশ্রমের কৰ্ম্ম, দুৰ্ব্বল লোকের অসাধ্য। এক দিন পাদরী জে সাহেব বেড়াইবার সময়ে এক জন কৃষককে সেই কৰ্ম্মে ব্যস্ত দেখিয়া নিকটে গিয়া কহিলেন, সুলেমান রাজা বলিয়াছেন, তাবৎ প্রকায় পরিশ্রমের ফল আছে। কৃষক এই কথা শুনিয়া কৰ্ম্ম হইতে বিরত হইয়া উত্তর করিল, মহাশয়, সত্য বটে, তথাচ এক বিষয়ে ব্যতিক্রম আছে । আমি বহু দিবস পর্য্যন্ত পাপের সেবাতে পরিশ্রম করিয়াছিলাম ; সেই পরি-. শ্রমের কিছু ফল পাই নাই। তথন জে সাহেব কহি Ꭰ