পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ७ পবিত্র আত্মার ফল । লেন, তবে “যাহা সস্তুতি লজ্জার বিষয় বোধ হয়, তাহায় কি ফল পাইতা ?’ পৌল প্রেরিতের এই যে প্রশ্ন, বুঝি তাহার তাৎপৰ্য্য তুমি বলিতে পার? কৃষক বলিল, হা ! পরমেশ্বরের অনুগ্ৰহেতে তাহ বলিতে পারি। এব^ ইহাও জানি যে সস্তুতি পাপহইতে মুক্ত হইয়া ঈশ্বরের দাস হওয়াতে আমি পবিত্রতারূপ ফল ও অনন্ত জীবনরূপ পরিণাম পাইতেছি । ঈশ্বরের বাক্যে যে বিশ্বাস সে কেমন বহুমূল্য । কৃষকের কুড়িয়াতে যে ধৰ্ম্ম পাওয়া যায়, তাহ রাজবাটীর ঐশ্বৰ্য্য অপেক্ষা মহাধন । ১৫ । দগ্নাস কসিন । পারস দেশের উত্তরস্থ জর্জিয় নামক যে প্রদেশ রুসিয়া রাজ্যের অধীনে আছে, তাহার কারাস নামক নগরে ১৮০২ শালে স্কটলণ্ড দেশহইতে কএক জন মিশনরি সাহেব গিয়াছিলেন। উক্ত দগ্রাস কসিন সাহেব ষ্ঠাহাদের মধ্যে এক জন ছিলেন । তিনি কতক বৎসর পৰ্য্যন্ত সেই স্থানে পরিশ্রম করণানন্তর প্রাণত্যাগ করিলেন, মরণকালে সত্য খ্ৰীষ্টিয়ান লোকের স্বভাল প্রকাশ করিলেন। নিকটবৰ্ত্তি বন্ধুর জিজ্ঞাসা করিলেন, স্কটলণ্ড அ তোমার এক জন পুরাতন বন্ধু আছেন, তুমি তাহাঁকে অতিশয় প্রেম করিয়া থাক, তাহা অামরা জানি; তোমার বিষয়ে কি তাহাকে পত্র লিথিব ? ইহা শুনিয়া তিনি উত্তর করিলেন, হী, তাহাৰুে এই কথা বলিয়া পাঠাও যে আমি সম্পূর্ণ বিশ্বাসে মরিয়াছি ।