পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীষ্টের প্রতি প্রেম । 3、宁 ২ অধ্যায় । খ্রীষ্টের প্রতি প্রেম। ১ । ধৰ্ম্মার্থে হুত লোকের বিষয় । পূৰ্ব্বকালে খ্ৰীষ্টধৰ্ম্ম গ্রহণ প্রযুক্ত অনেক বিশ্বাসি লোকের প্রাণদণ্ড হইত। এক দিন তাহীদের মধ্যে এক জন হত্যার স্থানে আনীত হইলে তাহার স্ত্রী ও সন্তানগণ নিকটে দাড়াইয়া অতিশয় ক্রঙ্গন করিতে লাগিল। তাহাতে র্তাহার প্রাণরক্ষার আকাড়ি দেবপূজক বন্ধুরা র্তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি কি উহাদিগকে প্রেম কর না ? তিনি উত্তর করিলেন, প্রেম করি বটে। যদি সমুদয় ভূমণ্ডল সূবর্ণময় হইয়া আমার অধিকারে থাকত, তবে গৃহে বা কারাগারে উহাদিগের সঙ্গে বাস করণার্থে ঐ সমস্তু সুৱৰ্ণ অকাতরে দিতাম ; কিন্তু ষ্টের সহিত তুলনা করিলে আমি - উহাদিগকেও প্রেম করি না | ২। কর্ণেল গারদিনর। আরমাণী দেশের তীগ্রানিস নামক রাজা ও র্তাহার পত্নী যুদ্ধেতে পারস দেশীয় সাইরস রাজার হস্তগত হইলে সাইরস। স্বাভাবিক মহাত্মা প্রযুক্ত ঐ তীগ্রানিলকে মুক্ত করিয়া পূৰ্ব্বপদে পুনরায় নিযুক্ত করিলেন, এব৯ তাছার অনুরোধে তাহার পত্নীকেও মুক্ত করিলেন । অপর ঐ তীগ্রানিস এক দিন আপন বন্ধুগণের নিকটে সেই ঘটনার রূৰ্ণনা করিলে সকলে সাইরসের по 2