*、bア পবিত্র আত্মার ফল । প্রশ৭সা করিতে লাগিল । পরে এক জন ঐ মহিষীকে জিজ্ঞাসা করিল, সাইরসের বিষয়ে আপনকার কি বোধ হয়? তিনি উত্তর করিলেন, আমি বলিতে পারি না, কারণ অামি র্তাহার বিষয় আলোচনা করি নাই । ইহা শুনিয়া অন্য এক জন বলিল, তবে কিসের অালোচনা করিতেছিলেন ? তাহাতে রাণী উত্তর করিলেন, আমার মুক্তির নিমিত্তে যিনি আপনার প্রাণ দিতে অঙ্গীকার করিলেন, অামার সেই প্রিয় প্রাণনাথের বিষয় অালোচনা করিতেছিলাম। এই বিবরণ পাঠ করণানন্তর কর্ণেল গারদিনর নামে অতি ধাৰ্ম্মিক এক জন কহিয়াছিলেন, ঐ রাজ্ঞীর স্বামী তাহার নিমিত্ত্বে প্রাণ দিতে প্রস্তুত ছিলেন ; কিন্তু আমাদের নিমিত্তে প্রভূ যীশু খ্ৰীষ্ট বাস্তবিক প্রাণ দিয়াছেন ; অতএব তাহার প্রেমে একান্ত মনোনিৰেশ করা আমাদের অবশ্য কৰ্ত্তবা, কেননা তিনি আমাদিগকে পারমার্থিক দাসত্ব ও অনন্তকালীয় সৰ্ব্বনাশহইতে মুক্ত করিয়াছেন । ৩ । উত্তর আমেরিকা দেশীয় ইণ্ডিয়ান ব্যক্তির বিবরণ। ইউরপীয় লোক কর্তৃক আমেরিক নামক মহাদ্বীপের উদেশ প্রাপ্তির পূৰ্ব্বে যে লোকের ঐ স্থানে বাস করিত, তাহাদিগকে ইণ্ডিয়ান বলা মায় । তাহারা সকলে দেবপূজক, আর উত্তর আমেরিক দেশের লোকেরা কেবল মৃগয়াতে নিপুণ ছিল, কিন্তু মেকসিকে প্রভৃতি কোন ২ "রাজ্যের লোকেরা সভ্য ছিল ও নগরে বাস করিত । ,
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।