গ্রীটের প্রতি প্রেম । 表为 উত্তর আমেরিকা দেশীয় ইণ্ডিয়ান লোকদের মধ্যে এক শত বৎসরাবধি সুসমাচার প্রচারিত হইয়া অালিতেছে। তাহাদের মধ্যে যোহন নামক এক জন উপদেশক এক দিন কোন সভাতে নিমু লিখিত প্রস্তাৰ করি, লেন। হে ভূতগণ, আমি দেবপূজক ছিলাম এব^ দেবপূজকদের মধ্যে বৃদ্ধ হইয়াছিলাম, অতএব দেবপূজকেরা কি প্রকার লোক এবPA তাহাদের বিচার বা কি প্রকার, তাহা অামি উত্তমরূপে অবগত আছি। এক দিন এক জন উপদেশক আমাদিগকে শিক্ষণ দিতে অগসিয়াছিলেন । কিন্তু এক ঈশ্বর যে আছেন, এই বিষয় সপ্লমাণ করিতে অতি যত্নবান হইলে আমরা তাহাকে বলিলাম, এ কথার প্রয়োজন কি? এক ঈশ্বর যে আছেন, তাহা কি আমরা জানি না ? তুমি যে স্থানহইতে আসিয়াছ সেই স্থানে ফিরিয়া ষাও । v তদনন্তর অন্য এক জন উপদেশক আসিয়া অামাদিগকে এই প্রকার শিক্ষা দিতে লাগিলেন, তোমর। চুরি করিও না, ও মত্ত হইও না, ও মিথ্যা কথা কহিও না, কোন মতে দুরাচার হইও না । এই সকল কথা শ্রবণ করিয়া আমরা ঠাহাকে বলিলাম, ওরে পাগল, তুমি এ সকল কথা কেন বল ? আমরা কি, তাহা জানি না ? বর^ আপনি গিয়া সেই কথা শিক্ষা কর, ও স্বদেশীয় লোকদিগকে তদনুসারে কৰ্ম্ম করিতে নিষেধ কর, কারণ তাহাদের তুল্য মাতাল ও চোর ও মিথ্যাবাদী অার নাই । এই কথা বলিয়। আমরা তাছাৰুে দূর করিয়া দিলাম। : - - - - до 3
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।