পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ পবিত্র আত্মার ফল । দাসদের নিকটে সুসমাচার প্রচার করিলে পরে যুদী আটল নামে এক দাসী সৰ্ব্বদা তাহা শ্রবণ করিতে যাইত ; কেননা সে বলিত, অন্যান্য হাপসি লোক যাইয়া থাকে, আর আমার অন্তঃকরণে ঐ বাক্য মিষ্ট লাগে । সে তদবধি আপনার বলয়াদি অলঙ্কার ও সূক্ষ্ম বস্ত্র সকল পরিত্যাগ করিল, আর পরিতে চাহিল না। অনন্তর সে অনেক বৎসরাবধি উপদেশকদিগকে আপনার গৃহে অতিথি করিত, এব^ সদাচরণদ্বারা ত্ৰাণকৰ্ত্তা ঈশ্বরের শিক্ষা ভূষিত করিত। তাহার নির্দোষ আচার ব্যবহার প্রযুক্ত সকল লোক তাহাকে বিশ্বাস্য জ্ঞান করিত, বিশেষতঃ তাহার কত্ৰী সমুদয় গৃহকৰ্ম্মের ভার তাহাকে সমপণ করিতে চাহিলেন ; কিন্তু পাছে উপদেশকগণকে অতিথি করণে এব^ গীৰ্জাঘরে গমনে বাধা হয়, এই ভয়ে যুদৗ সেই পদ গ্রাহ করিতে অসম্মত হইল । কিঞ্চিৎ কাল পরে সে পীড়িত হইয়া মরণকাল সন্নিকট বুঝিয়া দূরে বাসকারি আপন উপদেশকের সহিত সাক্ষাৎ করিবার মানসে দূতদ্বারা ভাষাকে ডাকাইল , তাহাতে উপদেশক তাহার নিকটে গিয় তাহার মনের অবস্থা ও পরকাল বিষয়ক প্রত্যাশা নিশ্চয় করণার্থে জিজ্ঞাসা করিলেন, ও যুদী, প্রভূ যীশু খ্ৰীষ্ট তোমার প্রতি বড় দয়া প্রকাশ করিয়াছেন, ইহা তুমি আমাকে অনেক বার কহিয়াছ, তৎকালে তোমার শরীর সুস্থ ছিল, কিন্তু সম্রতি তুমি মৃতকল্প'; অতএব এখন তাহার বিষয়ে "কেমন বোধ হয়, তাহা বল। তাহাতে লে কিয়ৎকাল