পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীষ্টের প্রতি প্রেম। XII ভাবিয়া উত্তর করিল, হে মহাশয়, আমি যে দিবসাবধি প্রভূ যীশু খ্ৰীষ্টকে জানিলাম, তদৰধি তিনি আমার প্রতি দয়াবান আছেন ; তিনি সমপূর্ণরূপে তেজোময় । এই প্রকারে উক্ত দাসী মৃত্যুঞ্জয় প্রেমের গুণে প্রফুল্লমনে প্রাণ ত্যাগ করিল। : ৫ । পাসিফিক উপদ্বীপের বিষয় । পাসিফিক উপদ্বীপবাস শ্ৰীযুক্ত পাদরী নট সাহেব কোন সময়ে তথাকার কতকগুলিন লোকের নিকটে যোহন লিখিত সুসমাচারের তৃতীয় অধ্যায়ের মোড়শ পদ পাঠ করিলে পর তদেশীয় এক ব্যক্তি ঐ কথা আহলাদপূৰ্ব্বক শুনিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, অাপনি এ কেমন বাক্য পাঠ করিলেন । এষ্ট কেমন বাণী ? অামি আর বার শুনিতে চাহি । তাহাতে ঈশ্বর জগতের প্রতি এমত প্রেম করিলেন ইত্যাদি বাক্য পুনৰ্ব্বার পাঠ হইলে ঐ ব্যক্তি উঠিয়া কহিল, এ কি সত্য ? এমন কি হইতে পারে ? যে জগৎ ঈশ্বরকে প্রেম করে না, তাহাকে কি ঈশ্বর প্রেম করেন ? ঈশ্বর কি জগৎকে এমন প্রেম করেন, যে মনুষ্যকে বিনাশহষ্টতে রক্ষা করিবার নিমিত্তে আপনার অদ্বিতীয় পুলকে প্রদান করিয়াছেন ? তাহাতে ঐযুক্ত নট সাহেব ঐ বাক্য পুনৰ্ব্বার পাঠ করিয়া তাহাকে বলিলেন, এই কথা সত্য বটে ; এব^ ঈশ্বর তোমাদের নিকটে এই স°Nবাদ পাঠাইতেছেম, যে কেহ তাহার পুত্ৰেতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হইয়া মরণান্তে সূখী হইবে। এমন কথা