পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぐ)8 পবিত্র আত্মার ফল। ‘শুনিয়া ঐ ব্যক্তি চমৎকার জ্ঞান করিয়া নিতান্ত অধৈর্য্য হইয়া অতিশয় রোদন করিল, এব^ কোন গুপ্ত, স্থানে গিয়া ঈশ্বরের অতুল্য প্রেমের বিষয় ধ্যান করিতে লাগিল। তদবধি সে যাবজ্জীবন ঈশ্বরের প্রেমজন্য শান্তি ও আনন্দ ভোগ করি ল । শু এক কারেণ স্ত্রীর বিষয় । শ্ৰীযুক্ত পাদরী জৎসন সাহেব এই বৃত্তান্ত লিখিয়াছেন ; যথা, এক কারেণ স্ত্রী খ্ৰীষ্টীয় মণ্ডলীতে গৃহীত হইবার নিমিত্তে আমার কাছে আসিয়াছিল। আমি নিয়মিত ধারানুযায়ি প্রশ্নোন্ত রদ্বারণ তাহার জ্ঞানের পরীক্ষা লইলে পরে তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি কি গ্রীষ্টের নিমিত্তে সমুদায় অলঙ্কার পরিত্যাগ করিতে পার ? এই কথায় সে প্রথমে কিঞ্চিৎ স্তব্ধ হইল । পরে আমি ঐ বিষয়ে ( ১ তীম ২ ; ৬) পেীল প্রেরিতের আজ্ঞা পাঠ করণ পূৰ্ব্বক ধৰ্ম্মপুস্তকের শিক্ষা তাহাকে বুঝাইয়া দিলে, এবং ঐ অলঙ্কারদ্বারা মন গৰ্ব্বিত হয়, ইহা সপ্রমাণ করিলে সে চেতনা পাইয়া পুমঃ ২ আপনার সুন্দর হার নিরীক্ষণ করিয়া শেষে স্থিরমনে তাহা গুলিয়া বলিল, ইহা অপেক্ষ আমি খ্ৰীষ্টকে অধিক ভাল বাসি । - ৭ । এক জন বৃদ্ধ উপদেশকের বিষয় । এক দিন এক জন বৃদ্ধ উপদেশক আপনার পুস্তকগারে অধ্যয়ন করিতেছিলেন, এমন সময়ে তথায় উপ