পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃতজ্ঞপ্ত । HI স্থিত স্তাহার ভার্য্যা হঠাৎ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কেমন বোধ হয় ? স্বর্গে গেলে পর আমরা কি পরল্পর পরিচিত হইব ? তাহাতে তিনি নিঃসন্দেহে উত্তর দিলেন, অবশ্য হইব ; আমরা কি ক্ট হলোক অপেক্ষা সেই স্থানে অধিক অজ্ঞান থাকিব ? ইহা বলিয়া তিনি কিয়ৎকাল নীরব থাকিয়া বলিলেন, কি জানি, ঐ স্থানে তোমার পাশ্বে এক সহসু বৎসর থাকিলেও আমি তোমাকে দেখিতে পাইব না, কারণ সেখানে পোহছিলে পর সৰ্ব্বাপেক্ষা প্রথমে আমার প্রিয় ত্রাণকৰ্ত্তার প্রতি মন ও চক্ষু আকৰ্ষিত হইবে ; অন্যের প্রতি দৃষ্টিপাত করিতে আমার ইচ্ছা কথন জন্মিবে, তাহ। বলিতে পারি না । - ৩ অধ্যায়। কৃতজ্ঞতা । w ১ । এক দুঃখিনী স্ত্রীর বিষয় । লেডি গ্লেনর্কি নাম্নী এক জন অতি ভদ্র স্ত্রী শারীরিক দুৰ্ব্বলতা প্রযুক্ত আপনি দরিদ্রদিগকে দান বিতরণ কল্লিতে অক্ষম হওয়াতে তাহা করুণার্থে গ্রেহেম नामृी অন্য এক স্ত্রীকে নিযুক্ত করিয়াছিলেন। এক দিন সেই ৱিৰি গ্রেহেম একথান নূতন বস্ত্ৰ লইয়া এক দুঃখিনী স্ত্রীকে দিতে গেলে সেই স্ত্রী বলিল, আপনকার প্রতি এৰুপ আপনকার কত্রীর প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করা কৰ্ত্তব্য ; তথাপি প্রথমে পরম মঙ্গলদাতার নিষ্ঠ