কৃতজ্ঞতা । ‹}ጫ ষ্ঠাস্থায় মেরীর ঘরের দ্বারে উপস্থিত হইলেন। জঙ্গএব। মেরী ঐ স্ত্রীকে কহিল, আপনি এক বার অামার গৃহে পদার্পণ করুন। তাহাতে তিনি প্রবেশ করিলে মেরী তাহাকে আপন ঘরের এক ক্ষুদ্র কুঠরীতে লইয়া গিয়া জিজ্ঞাসা করিল, আপনি কি ঈ হার মধ্যে কোন দুষ্য দেখিতে পান । ঐ স্ত্রী প্রত্যুত্তর করিলেন, না, এই স্থানে । কিছুক্ত নাই। পরে মেরী তাহাকে অন্য দুই কুঠরীতে লইয়। গিয়া জিজ্ঞাসা করিল, আপনি ই হার মধ্যে কি কোন বস্তু দেখিতে পান ? তিনি উত্তর করিলেন, ন', এ স্থানেও কিছু নাই । তৃতীয় বার জিজ্ঞাসিত হইলে তিনি কিঞ্চিৎ অসন্তুষ্টা হঠলেন। অনন্তর ঐ দুঃখিনী মেরী বলিল, আপনি আমার সৰ্ব্বস্ব দেখিলেন, অামার কিছুই নাই, কিন্তু ইহাতে কেন দুঃখিত হইব ? অামার অন্তঃকরণে গুীষ্ট বাস করিতেছেন, এব^ আমার সম্মুঙ্গে স্বগ অাছে। অার অামার জন্যে এই অটল প্রতিজ্ঞ। হষ্টয়াছে যে ষত দিন এই পৃথিবীতে থাকিব, তত দিন অামাকে খাদ্য দত্ত হইবে, ও অামার জলের অভ্যৰ হইবে মা; এল মরণান্তে আমি ত্ৰাণকৰ্ত্তার গুণে একটি তেজোময় মুকুট পাইব । ৩। এক ধাৰ্ম্মিক পরিবারের বিষয়। এক জন ধনহীন ধাৰ্ম্মিক ব্যক্তি শীতকালে সন্ধ্যায় সময়ে আপন স্ত্রী ও সন্তানদের সহিত জমির নিকটে রলিয়া তাপ সেৱন কালে তাহাদিগকে বলিল, মনুষ্কর্যন্তামেয় মস্তক রাখিবার স্থান ছিল না, ধৰ্ম্মশাস্ত্রের এই ধচন
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।